পাতা:সাহানামা.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা . ככ এখানে বদরদিন মনসির সহিত আনছার ও রুদকির কিঞ্চিৎ সপ্রণয় হইল তখন মুনসি চিম্ভা করিল এ প্রকার প্রবঞ্চন করিয়া ফেরদে ছিকে ফিরাইয়া দিবার কথা বাদসাহ জানি তে পারিলে আমার পক্ষে মন্দ হইবে এই বিবেচনা করিয়া অতি শীঘ্ৰ এক দত্তের দ্বারা ফেরদৌছিকে কহিয়া পাঠাইল যে ইহার,পূৰ্ব্ব কোন লোক আপনকাকে যে কথা কহিয়াছে সে মিথ্যা, আনছার ও রুদকী দুইজনে সজুতা করিয়া কহিয়া পাঠাইয়াছিল আপনি সীঘ গজনিন দেশে আগমন করুণ এই কথা শুনিয়া ফেরদৌছি গজনিনে যাত্র। করিল। ক বিদিগের সহিত ফেরদোছির সাক্ষ্যাৎ ॥ পূৰ্ব্ব উক্ত সাতজন কবির মধ্যে আনছরি আছজদি ও ফররখি এই তিনজন কবি গজনিন নগরের প্রান্ত রাজপথের নিকট এক উদ্যানে ভ্ৰমণ করিতে গিয়াছিলেন এই সময়ে ফেরদেছি ঐ স্থানে পৈাছিয়। এ উদ্যানের নিকটে বসিয়া আপনার গজনিন দেশে আসিবার সংবাদ কোন বন্ধুর নিকট লোক দারায় কহিয়া পাঠাইল আপনি ক্ষণেককাল সেইস্থানে বিশ্রাম করিয়া ঐ উপবন মধ্যে লোক দেখিয়া সেইদিগে চলিল, ঐ কবিরা তাহ দেখিয়া আপনারা কহি তে লাগিল যে একজন অনাহুত আমারদিগের শুখ উৎসাহ ভঙ্গ করিতে আসিম্ভেছে ইহাকে কোন উপায়ক্রমে দুরিকৃত & করিতে হইবে; আছ যদি কহিল অসৌজন্যভা করিয়া দূরী কৃত করি আনছরি কহিল অভদ্রত করা অনেচিত, ইহার কৰ্ত্তব্য এই যে আমরা তিনজনে এক কবিতার তিন ‘কঠিন