পাতা:সাহানামা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जॉरुमांभn it సె সে ঐ দূতকে কহিল যে ঐ বৃক্ষমূলে এক জন শয়ন করিয়ারছিয়াছে ঐ জমসেদ বাদসহ, এই কথা শুনিয়া সে জমসেদকে খুঁতকরতঃ বন্ধন করিয়া এক শকটারোহণে , জোহাকের নিকটে লইয়া গেল, যখন জমশেদকে লইয়া জোহাকের সম্মুখে উপস্থিত হইল তখন জোহাক হাস্য করিয়া কহিল এখন তোর সে তাজ তক্ত কোথায়, আর রাজ্যম্পদ কি হইল, জমসেজ কহিল ওরে মুখ পৃথিবীতে চিরপদ কাহারে থাকেন, এই রাজ্য ও তক্ত পূৰ্ব্বে আমার অধীন ছিল এইক্ষণে পরমেশ্বর তোকে দিয়াছেন, কিন্তু তুই কখনও এমন্ত জ্ঞান করিমন যে ঐ রাজ্যস্পদ তোর চিরদিন থাকিৰেক । ইহা শুনিয়া জোহাক জমসেদকে কহিলেক কি প্রকারে তোকে মারিব অসি দ্বারা মস্তক ছেদন করিব কি শুলে দিব, তোর যাহা ইচ্ছা তাহা বলt জমসেদ কহিল এইক্ষণে আমি রাজ্যচু্যত তুই সপদস্ত তোর যেৰূপ বাঞ্ছা হয় সেইৰূপে বধ কর, আমি তাহাতে ভীত নহি ! জোহাক তখন আপন লোককে কহিল দুই খণ্ড ভক্ত আনিয়া জমসেদের বক্ষে ও পৃষ্ঠে বান্ধিয়া মস্তকে করাত দিয়া চিরিয়া দুই খণ্ডকর, তাহারা ঐমত করিল। যখন এই সংবাদ জাবল স্থানে পহুছিল জমসেদের রাণী অনেক রোদন করিয়া পরে বিষ পানকরত প্রাণ ত্যাগ করিল। o জোহাকের বিবরণ। জোহাক নির্ভয় হইয়া তত্তে বসিয়া জমসেদের দুই ভগ্নী এক জনার নাম সম্বরনাঙ্গ, দ্বিতীয়ার নাম আরমওয়াঙ্গ সেই দুই জনকে আপন ভোগ্যাস্ত্রী করিয়া রাখিল, আর সমস্ত পৃথিবীর বাদসাহ হইয়া অতিশয় দৌরাত্ম্য ও অন্যায় আরম্ভ করিল, বিশেষভূঃ প্রত্যহ দষ্ট জন মনষ্যকে স্থত করিয়া