পাতা:সাহানামা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जtश्मभिt n २> সংবাদ শুনিয়া আঙ্কদিত হইয়া কহিল য়ে অমর। আর এই সপযুক্ত অপবিত্র জোহাঙ্ককে আর ভক্তে বসিতে দিব না ওনগর বাসি সকলে নুতন বাদসাহ অর্থাৎ ফরেস্ট্রর সহিত সাক্ষাৎ করিতে গমন করিল, ইহা দেখিয়া মনোমধ্যে বিবেচন। করিল যে আমি রাজ্য করি এমত বাসনা কি নগরস্থ কি সেন। দিগের নাই সমস্ত দিবস এই ৰূপ চিস্ত করিতেই আপন বাটর নিকটে গিয়া অন্য এক গোপনীয় স্থানে অবস্থান করিয়ারাত্রিযোগে ফরেদুর শয়নাগারে কেমন ) অর্থাৎ এক প্রকার রজ্জ্ব নিৰ্ম্মিত সোপান দ্বারা উঠিল, মানস ছিল যদি ফরেদুকে অসার বধান কিম্বা নিদ্রিত পায় তবে তাহাকে নষ্ট করিবে; কিন্তু উক্ত স্থানে উত্থিত হইয়া দেৰিল যে ফরেদু জোহাকের বেগমদিগকে লইয়া হাস্য কৌস্তুক করিতেছে,ইহা দেখিয়া অতি ক্রোধিত হইয়। গৃহ মধ্যে যাইবার মনন করিল, ফরেদু তাছা দেখিয়া গদ। হস্তে করিয়া তাহার মস্তকে প্রহার করিল, তাহাতে তাহার মৃত্যু হইল না কারণ জোহাকের লৌহময় টুপি ওজাম পরিধান পূৰ্ব্বক আসিয়াছিল,কিন্তু তাহার মস্তকে গুরুতর আঘাত হইল, ফরেদু পুনৰ্ব্বার মারিবার নিমিত্ত গদা ত্তলিলেন ঐ সময়ে দৈৰ বাণী হইল যে আর আঘাত করিব না ইহার মৃত্যুর বিলম্ব আছে ইহাকে বদ্ধ করিয়া রাখ তাহাতেই মৃত্যু হইবেক, পরে জোহাককে বন্ধন করত কারাগারে রাখিলেন । জোহাকের বিরণ এই পৰ্য্যন্ত সমাপ্ত হইল এক দিবস লুনি এক সহস বৎসর বাদসাহি করিয়া শেষে কারাগারে পঞ্চভ প্রাপ্ত হইল। - ফরেদুবাদসাহর বিবরণ। . • ফরেদু বাদসাহ হইয়। জোহাকের দৌরাত্ম ও অবিচারের ক্লেদ সকল সদ্বিচার ও শিষ্টতার জলে ধৌত করিলেন, সন্ধিচার ও দাতব্যের নিমিত্ত ফরেদুর নাম অদ্যাবধি জাগৃত আছে।