পাতা:সাহানামা.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহনামা 1। ❖ዊ গিয়া জ্ঞাতকরে যে আমরা রাগান্ধ হইয়া কুকৰ্ম্ম করিয়াছি আৰু দৈব ঘটনা এই ছিল আপনি পিতা আমর। সন্তান আমারদিগের এ অপরাধ মাৰ্জ্জন করিবেন যদ্যপি অামারদিগের উৎকট অপরাধ বটে কিন্তু আপনি পিতা সন্তানের অপরাধ অৰশ্য ক্ষমা করিতে হইবেক । এইমত কহিয়া ফরেদুর নিকটে এক দূত পঠাইলেন দূত তথায় পৌঁছিয়বাদসাইকে প্রণাম করিয়৷ ঐ ভেটদ্রব্য রাখিল, বাদসহি তাহাকে এক চৌকিতে বসিতে আজ্ঞা করিলেন, আর মনুচেহরকে কছিলেন যে তোমুর শক্তগণ ভীত হইয়৷ ভেট পাঠাইয়াছে এ তোমার সুমঙ্গল শুভদায়ক হইল । পরে দুত ছলম ও তুরের স্তুতি ও মিনতির যে সকল কথা তাহারা কহিতে অজ্ঞা করিয়াছিলেন তাহ নিবেদন করিল, আর কহিল তাহারদিগের অপ রাধ মার্জন করিয়া মনুচেহরকে তখায় পাঠাইলে তাঙ্গর আপ নার আজাকারি হইয়া মনুচেহরের অধীন থাকেন। ফরেষ্টু এই কথা শুনিয়া হাস্য করিয়া দূতকে কছিলেন তোমার প্রমুখাৎতাহারদিগের কথা শুনিলাম ইহার উত্তর যেমত কহি তাহ। সেই দুই পাপিষ্ঠ নিদয়কে গিয়া কহ যে এখন মনুচেহরের উপর তাহারদিগের অত্যন্ত স্নেহ হইয়াছে, এরচতাহারদিগের কনিষ্ঠ সহোদর তাহারদিগের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিল তাহার মস্তক কি অপরাধে তাহারা ছেদন করিল, আরবার আমি মনুচেহরকে তাহারদিগের নিকটে কি প্রকার পাঠাই যদি পনরায় এরচের ন্যায় ইহার মস্তক ছেদন করে । ভাল তাহারা মনুচেহরকে দেখিতে ৰাঞ্ছা করিয়াছে মনুচেহর আপ নি অতিশীঘু সেনা সঙ্গে লইয়া তাহারদিগের সহিত সাক্ষাৎ করিতে যাইতেছে, এই কথা দুই পাপিষ্ঠকে কহিব? পরে প্রধান সেনাপতি ও যোদ্ধাদিগের ( কাওয়া । তাছার পূঞ্জ