পাতা:সাহানামা.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম ** জালকে পত্ৰ লিখিলেন যে আপনি শীঘু এখানে আসিয়৷ কয় কাউছ বাদসাহকে মজিন্দারান দেশে যাইতে নিষেধ কর, জাল এই পত্ৰ পাইবা মাত্র ভাবিত হইয়া ইরানে আইল, কল্পকাউছ শুনিয় কহিল জাল কি নিমিত্তে এস্থানে আসিয়াছে, সরদারেরা সকলে জালের নিকটে গিয়া পরামশ"স্থির করিলেন যে বাদসাহকে উপস্থিত বিষয় হইতে ক্ষান্ত রাখিতে হইৰে, পরে জাল সরদারদিগক্ষে লইয়া ৰাদসাহর নিকটে গিয়া বাদসাহকে অনেক স্তব ও প্রসঙ্গস। করিলেন, এবং কাউছ বাদসাহ জালকে সমাদর করিয়া জালের পরিবারের ঔ রোস্তমের কুশলাদি জিজ্ঞাস করিলেন, কিঞ্চিং কাল পরে জাল কহিলেন আপনকার মাজদারীন-দেশে ষাগুনের কথা শুনিয়া অামি অত্যন্ত ব্যান্ত হইয়। অসিয়াছি জমসেদ ও ফরেন্থ ইহারদিগের এভদেশ সইবার মানস ছিল কিন্তু সে দেশে দৈত্যদিগের বাস স্থান, আর তাহার। নানাবিধ কুহক জানে ইহা জ্ঞাত হইয়া ক্ষান্ত হইয়াছিলেন, তখন আর আর সকলে ৰাদসাহকে নিষে র করিলে কাউছ কহিল আমি মাজদারান দেশে অবশ্য যাইব,ঈশ্বরের কুপায় দৈত্য সকলকে নষ্ট করিব ? জমসেদ ও ফরেদু হইতে আমার লোকবল অধিক আছে, পরে জালকে কহিলেন আমি যে পর্যন্ত মাজদরান দেশ হইতে পুনঃরাগমুন ন৷ করি যে পৰ্য্যন্ত আপনি জামার পরিবন্তে এই স্থানে অবস্থান করিয়া ভাৰৎ রাজ কৰ্ম্ম নিৰ্ব্বাহ করহ ? জাল কহিল আমি বুদ্ধ হইয়াছি পারিবন । অন্য কোন ব্যক্তিকে এভন্ডার অর্পণ করুণ, আমি ছয়স্তানে প্রস্থান করি সেইস্থান হইতে সৰ্ব্বদা তত্বাবধারণ ও কস্তব্য কৰ্ত্তব্য বিবেচন। করিব, তখন মিলাদ নামে এক জন অতি সুপণ্ডিত ও সৎৰি