পাতা:সাহানামা.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fbr সাহানাম। দূর গিয়া কমন্দ ফেলিয়। উলাদকে বান্ধির আকর্ষণ করিতে লাগিল তাহাতে সে অশ্ব হইতে छूभ পডিল, রোস্তম ষোড হইত্তে নামির আহার দুইহন্ত বন্ধন করির কথক দূর লইয়। ঞ্জিয় তাহাকে এক বৃক্ষে বৃন্ধিয়া আপনি নিদ। গে । । পঞ্চম দিবসের পথের বিবরণ ॥ প্রাতে রোস্তম গৱৰ্থিান করিয়া উলাদকে কাউছের ও দেণ্ডসক্ষেঙ্গের সম্প্ৰৱাদ জিজ্ঞাসা করিলে সে সকল কথা সভ্য কহিল; পরে রোত্তম তাহার মস্তক ছেদমে উদ্যক্ত হইলে সে রোস্তমের পয়ে ধরিয়া শরণাগত হইয়৷কহিল, আমার প্রাণ রক্ষা করিলে জজের মণ্ড ভোমার দাস হইয়া থাকিব অরি আমা হইতে দেণ্ডসকেদের সমস্ত অনুসন্ধান পাইবেল এব’ কাউছ বাদসাহ যে স্থানে বন্ধ আছে ও যে প্রকারে সে স্থানে যাইভে হইবেক তাহার সকল সন্ধান বলিয়াদিব। ইহ শুনিয় রোস্তম তাছাকে নামারিয়া বন্ধন পূর্বক লইয়া চলিল, আর কহিল যদি সত্য সকল কথা কহ ভবে পূরস্কার করিব; পরে উলদি কহিল কাউছ প্রভৃতি যে স্থানে বন্ধ আছে সে এ স্থান হইত্তে নিকট এব° মাজদরান দেশে যাইবার পথ সেই স্থানে তাহার মধ্যেং দৈত্যদিগের রক্ষক আছে পরে রোস্তম উলাদের কথিত মত সমস্ত দিবস ও অন্ধ রাজি পর্যন্ত গমন করিয়া এক পৰ্ব্বতের উ র অগ্নি দেখিয়া উপাদকে জি জ্ঞাসা করিস এ অগ্নি পৰ্ব্বতে কি নিমিত্তে"? সে কহিল এই দেণ্ডসক্ষেরে থাকিবার স্থান; পরে উপাদকে এক বৃক্ষে ৰান্ধিয়া জাপরি নিদ্র গেল ।

  • ..