পাতা:সাহানামা.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠ১২ সাহানাম লন। আপনি আপনয়াম অনুগ্রহ করিয়া আমাকে কহ,আf অনুতাবে অনুমান করিতেছি আপনি রোন্তম হইবেন u . রোন্তম সন্দেহ করিল যে এবালক ইহার কথায় বিশ্বাষ করিলে পাছে বিপরীত হয় এই সন্দেহ প্রযক্ত প্রণয়ের কোন প্রসঙ্ক না করিয়া কহিল কল্য দুইজনে মল্লযুদ্ধ করিবার কথাছিল অদ্য নূতন প্রসঙ্গউপস্থিত করিতেছএবীরেরধক্ষ নহে, আর আমি তোমার মত বালক নহি যদি প্রণয় করিতে বাঞ্ছা থাকে তবে রিতি মত বাদসহিকে জ্ঞাপন কর যেমত অজ্ঞ। করিবেন তাহাই শিরধায্য করিব আমি দাস বিনা আজ্ঞায় সন্ধি করিতে পরিবন যদি সন্ধির মানস হইয়া থাকে তৰে কাউছ সাহর নিকটে দুভ প্রেরণ করা কিম্ব আমিগিয়া জানা ইয়া আসি নতুবা যুদ্ধ করিতে আসিয়াছি যুদ্ধকর, ছোহরাবের মৃত্যু উপস্থিত এ নিমিত্ত্যে শাহু উপদেশ ও তাহার কথিক চিকু সকল প্ৰতক্ষ্য দেখিয়া ও ভ্রম উপস্থিত হইল, তখন অশ্ব হইতে নামিয়। উভয়ে মল্ল যুদ্ধ আরম্ভ করিল, কিয়ৎকাল যুদ্ধ করিতে ২ ছোহরাব বলপূর্বক রোস্তমের কোটির ৰঙ্গ ধরিয়া শুন্যে তুলিয়।হুমেনিক্ষেপ করিয়াতাহার ৰক্ষস্থলে বসিয়া খঞ্জর বাহির করিয়া বিনাশ করিতে উদ্যত হইল তখন রোন্তম কহিল যোদ্ধা দিগের এই নিয়ম আছে ঘ্নে প্রথমবার মল্লযুদ্ধে পরাভব করিলে অতি সন্তু হইলেও তাহাঁকে পুণেনামারিয়া ছান্ডিয়া দেয়, দ্বিতিয় বার পরাজয় কৰিলে তাহার মন্তক ছেদন করে; ছোহরাব রোস্তক্ষের এই কথা শুনিয়া খঞ্জর রাখিয়া রোস্তমকৈ চাডিয়া দিল । বেল