পাতা:সাহানামা.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

jor সণহানাম} גרמי লাগিল দুইজনের অাকর্ষণে ঐকমন্দছিন্ন হইয় গেল, কামুছ সেই বেগ সম্বরণ করিতে ন পারিয়া অর্থ হইতে ভূমে পতিত হইল তৎক্ষণাৎ গাত্ৰোখান করিয়া অশ্বারোহণ যেমত করিবে সেইসময়ে রোন্তম তাহার গলদেশে পাশাস্ত্র মিক্ষেপ করিয়া ভাহাকে বন্ধকরত আপন সৈন্য মধ্যে আনিয়া মন্তক ছেদন করিল। পিরানওএছ তাহ দেখিয়া খাকান চিনকে কহিল আমার সৈন্য গণ ভীত হইয়াছে রোস্তমের সঙ্গেযন্ধ করিতে কেহু সন্মত নহে; খাকানকহিল আপনি ভীত হইবনি কল্য আমি তাহার সঙ্গে যুদ্ধ করিব । পরদিবস খাকানের একজন প্রধান সেনাপতি চক্রস সে রণস্থলে উপস্থিত হইসে রোস্তম্ তাহাকে দেখিয়া হাস্য করিল, তাহা দেখিয়া সে রোস্তমের প্রতি এক তীর নিক্ষেপ করে রোস্তম ঢাল দ্বারা নিবারণ করিল কিন্তু ঐঢাল ভেদকরিয়রোস্তমের সাজাওয়া বিন্ধিবায় রোস্তম তলওয়ার হন্তে লইয়া তাহাকে বধার্থে ধাবমান হইলতাহা দেখিয়া চক্রস পলায়ন করিবার সময়ে রোন্তমঅতি বেগে ধাবমান হইয় তাহার ঘোটকের পুচ্ছ ধরিয়া আকর্ষণ করিল তাহতে চকস ঘোটক হইতে ভূমে পডিল; রোস্তম তৎ ক্ষণাত তাহার মন্তক ছেদন করিয়া পুনৰ্ব্বার ভূরানিদিগকে যুদ্ধে আহ্বান করিতে লাগিলকিন্তুরোস্তমের সর্মুখে আসতে কাহারও সাধ্য হইল না,কিয়ুৎ কাল পরে হোমান রোম্ভমের নিকটে আসিয়া কহিল তুমি তুরানের অনেক সরদারদিগকে বধ করিলে আর কুেশ দিতেছ তোমার পুঙ্খ ছোহরাব মৃত্যু কালে জুরানিদিগের সঙ্গে যুদ্ধ করিতে নিসেধ করিয়াছিল স্তমি তাহ বিক্ষতি হইলে ? রোস্তম কহিল সে কথা সত্য