পাতা:সাহানামা.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९**. সাক্ষানাম । যে রাস্তয় বরঙ্গকে কয়েদ করিয়া লইয়া গিয়াছে অনেক রোদন করিয়া কিছু ধন রত্নাদি লইয়া ইরানে যাত্ৰা করিল, তথায় আলিয়া জ্ঞাত ইলু যে রোন্তম বরজকে আপন: বাটিতে কয়েদরাখিয়াছে ইহাশুনিয়াছয়ন্তানে গেল, তথায় পৌঁছিয়া রোস্তমের বাটির পরিচারিক এক ক্সিলোকের বাটীতে বাস করত ক্ৰমেত্তাহার শক্তি প্রণয়করিয়া তাহাকে ভর্কিভি, একদিন তাহাকে কলি আমি তোমাকে কোন কখ কহিতে ৰাজ করি যদি তুমি ধৰ্ম্মত সত্য কর যে প্রকাস করিবান তবে কহি ? সে সীকার ক রয়া সত্য করিলে তখন সহরু কহিল কিঞ্চিৎ খাদ্যদুৰ্য আমি বরজকে দিতে ৰাঞ্চছ করি যদি তুমি লইয়া তাহাকে দেও, সে সম্মত হইলে সহরু কিছ খাদ্য সামিগু আয়োজন করিয়া, আপন চিকু যুক্ত এক অঙ্গরী তাহার মধ্যে গোপন করিয় ঐন্ত্রিলোককে দিল; সে বন্দিসালায় গিয়া বরজকে দিলে বরঙ্গ,তাহা খুলিয় আপন মাতারচিন্তু যুক্ত অঙ্গুরী পাইয় এস্ত্রীলোককে কহিল এসকল দুব্য তোমাকে কে দিয়াছে কোথা হইতে জানিয়াছ । সে কহিল সম্পত্তি চিনদেশহইতে এক স্ত্রীলোক আসিয়া আমার ৰাটীতে বাশ করিয়াছে সেই দিয়াছে, তখন বরজ কহিল আমি তোমাকে যে কথা কহিব যদি ভূমি প্রকাশ নাকরএমত ধঙ্গত সত্য কর তবে বলি, সে কৰিল চিনের সেই স্ত্রীলোক আমার স্থানে সত্য লইয়া এই দ্রব্য দিয়াছিল তোমার নিকটে ও সত্য করিতেছি আমার প্রাণান্ত হইলে ঔ এ কখা প্রকাশ কারবনী; তোমার মনেরকথা আমার নিকটে প্রকাশ করিয়া কহ তখন বরঙ্গ, কহিল সে স্ত্রীলোক আমার মাভা আমাকে ।