পাতা:সাহানামা.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সাহানাম ২২১ কিঞ্চিং রাজ্য ও ধনাদিছিল ভালইয়া তাঙ্গকে দেশ হইতে দূর করয়া ছিল,সেইব্যক্তি আফরাছিয়াষের ভয়েএক গুহায় থাকিরা ঈশ্বরের ভজনাকরিত এবং জাফরাচিয়াবের অমঙ্গল প্ৰাখন সৰ্ব্বদা করিত, রাত্রিকালে হোম ক্ৰন্দন ঘূৰি শুনিয়া মনোমধ্যে বিবেচনা করিস যে এখানে কেক্রন্দনকরে তাহার অনুসন্ধান করিতে চলিল, সেই সন্ধানুসারে তাহার নিকটে গিয়া শুনিল রোদন রঙ্গনে কহিভেছে এখন আমার তুরানের বাদসাহিকে লইল আর সেনাপতি সকল কোথায় গেল, জামি একাকি এই পৰ্ব্বণ্ডের গুছার মধ্যে রোদন করিতেছি । এই কথা শুনিয়া হোম জানিল যে জাফরাছিয়াব ব্যতিক জন্যের একথা নহে, কুমে সেই গুহার দ্বারে গিয়া স্পষ্টসদ শুনিয়া নিশ্চয় জানিল যে আক্ষরাছিয়াৰ বটে, তখন কিছু নাকহিয়া আপন গুহাতে আসিয়া নিদ্রা গেল। প্রাতে সূৰ্য্যাদ য়ের পূর্ব সেই গুহার দ্বারে আসিয়া কহিল হে পৃথিবীর বাদ সাহ । গৰ্ত্ত হইতে বাহিৰুে আইস আমাকে তোমার সহায় নিমিত্ত্যে ঈশ্বর পাঠাইলেন, এই কথা শুনিয়া আফরাছিয়াৰ আনন্দিত হইয় মনোমধ্যে চিন্তা করিদ বুঝি ঈশ্বর আমার ইয়াছেন; হিষ্টচিত্তে গুহা হইতে বাহিরেজাইল হোম তাহাকে দেখিয়া তৎক্ষণাৎ তাহার মন্তকে এক মুষ্টিকাঘাত করিল, তখন জাফরাচিয়াৰবিদিত হইয়াকহিল যে ঈশ্বর তোমাকে আমার সাহায্যাখে পাঠাইয়াছেন কহিলে ভৰে আমাকে to: অকারণ কেন মুষ্টিকাঘাত কৱিলে ভুমি কে এবং কোথ৷ হইতে এই বন মধ্যে সাইলে ? ধোম কহিল ভূমি আমাকে