পাতা:সাহানামা.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ সাহানাম - বরফ কেৰল আছে ছ দিনের পথে } বরফেতে কার সাধ্য পরিবে চলিতে । তপ্ত বালকায় পূর্ণ তার পরে স্থান । সে স্থানে কাহার সাধ্য করবে পয়ান ॥ এছফন্দিয়ার এই সকল কথা শুনিয়া বিৰচনা করিয়া কহিল ইহাতে কোন ভয় ও সন্দেহ নাকরিয়া ঈশ্বরের নীম শ্বরণ করিয়া এই সপ্ত দিবসের পথে জাইব, মৃত্যুর নিয়ম যেস্থানে যেৰূপে ঈম্বর নিৰ্ব্বন্ধ করিয়াছেন তাহার অন্যভা কোনৰূপে হইবেন! ঈশ্বর আমাদের রক্ষক তিনি রক্ষা করিবেন, অতএব সপ্তাহের পথে জাওয়া স্থির করিলাম । করগাছার কহিল এপথ অতিশুকঠিন এছফন্দিয়ার কহিল ঈশ্বরের ক্রপায় অতি শুগম হইবেক পরে করগাছারকে কহিলেন তুমি অামারসঙ্গে জাইবে কি না ? সে কহিল দইমাসের পথে চল আমি তৎ পথের জ্ঞাত আছি বিস্তারিত করিয়া কহিব; অথবা একমাসের পথের ও জ্ঞাত আছি কহিতে পারিব, সপ্তাহের পথের কিছুই জ্ঞাত নহি কষ্ঠে মাত্ৰ শুনিয়াছি আর এ পথে অনেক বিপদ অাছে এপথে জাওয়া উচচ্চ নহে। এছফন্দুিয়ার এই বাক্য শুনিয়া তাহার প্রতি সন্দিগ্ধ হহয় তাহাকে বান্ধুিতে আ জা করিলেন; পরদিবস প্রাতে বাদসাহর নিকট গিয়া প্রণাম করিয়া বার সহস্র সেনা লইয়া আপন কনিষ্ট ভ্রাত। বসোতনকে সেনাপতি করিয়া পিভার স্থানে ৰিদায় হইলেন তখন করগাছার বাদসাহর সন্নিধানে অনেক ৱোদন করিয়া কহিল আমি কল্য আপনার দিগের নিকট ধ স্বত সত্য করিat ছ আমি তোমার দিগের স্থানেমিথ্যা কহবন, এ মদ