পাতা:সাহানামা.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা تsbuچ বাহির করিয়া ভাষার মন্তক ছেদন করিল, তাহার পর দৈত্য অতি কৃষ্ণ বন্ধ বৃহদাকার ভয়ঙ্কর ৰূপ ধারণ করিয়া মুখ হইতে অগ্নি মিগষ্ঠ করিয়া এছফন্দিয়ারের সৈন্যর উপর ফেলিতে আরম্ভ করিল ভাহাণ্ডনিয়া এছফন্দিয়ার তলওয়ার লইয়াতাহার ক্লিকটে গিয়া তাহাকে এক তলওয়ার মারিয়া কাটিয়া ফেলিলেন; পরে আপন শিবিরে আলিয়া করগছার কে ডাকিয়া কছিলেন, আমি দৈত্যর ন্ত্রি ও দৈত্য দুইজনকে ৰধ করিয়াছি সে কহিল তুমি সিংহ ও অজাগর মারিয়াছ দৈত্যকে মারিবাকোনআশাৰ্য্য কিন্তু কল্য অতি সঙ্কট ভাল হইতে রক্ষা পাওয়া ভার । পৰ্ব্বতোপরি ছিমোরগের বাসা তাহার। দুইটাসাৰকলইয়ু সেইহানে থাকে হান্তকে পায়ের নখে বিন্ধিয়া বাসার জানিত করে। এছফন্দিয়াৱ কহিল ঈশ্বর সকল আপদ হইতে উৰ্দ্ধার করিতেছেন তাহা হইতে ও তিনি রক্ষা করিবেন ইহা কহিয়া সে রাত্রি সেই স্থানে বাস করিলেন uচন্তুর্থ দিবসের পথের বিৰরণ সমাপ্ত ॥ পঞ্চম দিবসের পথের বিবরণ ॥ পঞ্চম দিবস প্রান্ডে উঠিয়া অনেক বন নদ নদী পৰ্ব্বতাদি উল্লঙ্ঘন করিয়া ছিমোরগ ষে পৰ্ব্বত্বে থাকে সেই পৰ্ব্বতের নিকট পৌছিলেন তখন এছজন্দিয়ার পূৰ্ব্বোক্ত রথ মান ইয়৷ তদুপরি নাম বিধ শান্বিত্তান্ত্র য়লগ্নকরিয়া অশ্ব সংযোজিত করিয়া আপনি তাহার মধ্যে বসিয়া রুথ চালনা করত ছিমোরগের বাসার নিকটে চলিল তখন পক্ষরাজ পৰ্ব্বত হইতে দেখিয়া তথা হইতে উঠিয়া ঐ রথের উপর পড়িয। পঞ্জা দ্বারা রথ ধারণ করল তাহাত্তে রথোপরি যে সকল