পাতা:সাহানামা.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૭૭ সাহানাম৷ এছফন্দিয়ার বলে শুনরে রোস্তম । হেন বাক্য কি বকিয় কৈলি নরাধম। আমার সঙ্গে তোর যুদ্ধ হইয়াছিল পন । , সেনাগণে কাটইৰ কিসের কারণ ॥ আমার নিয়ম তুই শুন দুষ্টমতি । সেনাগনে যুদ্ধে আমি না দিই আরতি ॥ সিংহ ব্যাঘ্ৰাদি করি ষেবা রণে আইসে। আমি তার স্বঙ্গে যুদ্ধ করি অনায়াসে ॥ ভূমিলও সহায় যদ্যপি ভর হয় । * . . অামার ঈস্বর মাত্র আছেন সহায় ৷ রোন্তম কহিল আমি কখন যুদ্ধে সহায় লইনাই এবং লইবন। পরে উত্তয়ে ধর্মত সত্য করিলেন যে কেহু অন্যায় যুদ্ধ করব ন। এৰ সহায় লইবন, পরে দুইজনে প্রথমে শুল লইয়া যুদ্ধ করিলেন তাহা ভগ্ন হইলে পরে তলওয়ারের যুদ্ধ হইল তাহ ও ভঙ্গু হইল তদমম্ভর গদ যুদ্ধ করিলেন তাহাও বকু হইলে তখন অস্বোপরি উপৰিষ্ট থাকিয়া বাহু যুদ্ধ আরম্ভ করলেন উভয়ে অনেক বল ও চেষ্টা করিলেন কিন্তু কেছ কাহাকে অশ্ব হইতে উত্তোলন কিন্তু ভূমে নিক্ষেপ করিতেপায়িলেন না, দুইজনে শ্রান্ত হইয়া প্রম দূর করিবার নিমিত্ত কিছুদূরে । ভাইলেন। যখন রোস্তমও এছফন্দিয়ার যুদ্ধ করতেছিলেন সেই সময়ে রোস্তমের ভ্রাতা জওয়ারা আপন সৈন্য লইয়। এছফন্দিয়ারের ভ্রাতা বসোতনের সৈন্য মধ্যে আলিয়া দুৰ্ব্ব ক্য কহিতে লাগিল; এছফন্দিয়ারের পুঞ্জনে সাদর তাহা সহ্য করিতে না পারিয়া তাহার নিকটে আইল তাকওয়ায়