পাতা:সাহানামা.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম \రి কান্ত তাহার সহিতযুদ্ধে আমি অক্ষেম হইয়াছি আপনিউপায় বল ন পক্ষ কহিল ভূমি যুদ্ধে তাহাকে পারিবান আমাহইত্তে ও তাহার কিছু হইবেক ম; ইস্তখানের বত্মে আমার ষোড ছিল এই এছয দিয়ার একাকি তাহাকে মারিয়াছে পৃথিবিতে ইহার তুল্য বলবান জন্ধে নাই এবং জন্নিবেন ঈম্বরের অনু গুছিত লোক ইহার সহিত বিবাদ করা অকন্তব্য কহ্ম জাল কহিল যদি রোস্তম পলায়ন করে অথবা লকাইয়া থাকে তবে এছফন্দিয়ার আমার সকল পরিবারকে বান্ধয়া লইয়। যাইবেক, পক্ষ অনেকক্ষণ ভাবিয়। কহিল এছফন্দিয়ারের মৃত্যর উপায় আমি জানি কিন্তু এছফন্দিয়ারকে ষে ব্যক্তিনই করিবে সে অতি সীঘু মরিব । রোস্তম কহিল সেকি ? উপায় পক্ষ কহিল অমুক নদীরপারে গজনামে এক প্রকার বৃক্ষজাছে তাহারি যেশাখার অগুষ্ঠাগে ক্ষুদ্র দুইশাখা সেই ডাল লইয়। তাহাতে তির প্রস্তুত করিয়৷ এছফন্দিয়ারের চক্ষে লক্ষ করিয়া নিক্ষেপ করিলে মরিবে। রোস্তম কহিল কল্য প্রাতে তাহার নিকট যুদ্ধ করিতে যাইতেহইবেক অথবা এস্থান হইতে প্রস্থা ন করিতে হইবেক এই রাত্রি মধ্যে সেইবন হইতে গজ আনি য়াতির প্রক্ট করা মনস্যর অসাধ্য ? পক্ষকহিল গুমি আমার পৃষ্টে আরোহণ কর আমি তোমাকে সেইখানে এখনি লইয়া সেই বৃক্ষ দেখাইয়া দিব। পরে রোন্তম পক্ষ পৃষ্টে উপবিষ্ট হইলে পক্ষ তৎখশাত উত্ত্বীয়মান হইয়। ঐ বনে লইয়া রোস্তমকে সেইগঞ্জের বৃক্ষে ও সেই অগ্রশাখাদেখাইলে রোস্তম তাহা লইয়া পুনরায়পক্ষের পৃষ্টে জারহোণ করিয়া তৎখণাৎ il NSN il . -