পাতা:সাহানামা.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯২, সাহানামা । আরদসিরকে নষ্ট করেন আরদসিরের শিবির হইতে সে দুর্গ ছয় ক্রোস অন্তর ছিল, আরদসির তীবের উপরের লিখন শুনিয়া ঈশ্বরকে ধন্যবাদ করিয়া প্রাতে আপন সৈন্য লইয়। ঈরানে প্রস্থান করিলেন। হপ্তওয়াদ অাপন সৈন্য লইয়া আরদসিরের পশ্চাৎ২ তাডা করিয়া অনেক সেনা বিনাশ করিলে আরদসির পলায়ন করিয়া কয়েক দিবস পরে এক গ্রাম দেখিয়া তন্মধ্যে প্রবেশ করিয়া দেখে যে এক বাটির দ্বারে দুইজন যুবক পুরুষ দাডাইয়াছিল সেইস্থানে আইলে তাহারা কহিল আপনাকে সভয় দেখিতেছি ইহার কারণ কি? অারদসির কহিল আরদসির বাদসাহ হ গুওয়াদের সঙ্গে যুদ্ধে গিয়াছিল সেই যুদ্ধে পরাভব হইয়া পলায়ন করি য়াছে,আমি তাঙ্গর অনুচর অনুসন্ধান করিতেছি । তাঙ্গর আরলসিরকে নিকটে বসাইয় অন্ন বেঞ্জন ও মদিরা আনা ইয়া দিল আরদসির আহার করিতে বসিলেন ঐ দুইজন যুবক তাহার নিকটে বসিয়া কহিতে লাগিল যে জোঙ্গক বাদস যখন অতি দৌরাত্য আরম্ভ করিল তখন ঈশ্বর ফরে দকে পাঠাইয়া জোহাককে নষ্ট করিলেন, তাহার পর আফ রছিয়াব ও দ্বরাত্ম হইলে কয়খেtছরোকে পাঠাইয়া তাঙ্গ কে নষ্ট করিলেন । এইক্ষণে হগুওয়াদ সেইৰূপ দ্বরাত্মা হইয়াছে ঈশ্বর অবস্য কোন ব্যক্তিকে পাঠাইয়া ইহার দমন করিবেন । ঐ যুবকদিগের প্রবোধ বাক্য শুনিয়া কহিলেন আমার নাম আদি সির, তাহারণ ইহা শুনিয়া প্ৰণাম করিয়া কহিল আমরা আপনার ভূত্য আমরা যে উপায় কহিসেইৰূপ করিলে যায় হইবেন নন্তবা হস্তুওয়াদকে