পাতা:সাহানামা.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo সাঙ্গণনাম 'రిసిసి সাহপুরের সম বয়স্ক এক সত বালক আনাইয়া সকলকে বসন ভূসণে ভূষিত করিয়া বৈকালে মাঠে লইয়া গুলি দাও খেলাইতে দিল; আরদসির বাদসাহ কয়েক জন সভাস ত সঙ্গে করিয়াসেই খানে উপস্থিত হইয়া সাহ পরকে দেখিয়া কহিলেন এই বালকটির মুখ আমার মুখের ন্যায় দেখি তেছি পরে এক জনকে কহিলেন স্তমি বালক দিগের মধ্যে গিয়া খেলিবার গুলি আমার নিকটে ফেলিয় দেও সে ব্যক্তি কথিতমত করিলেঃসকল বালক ঐ গুলি লইতে অতি বেগে ধাবনান হইয়। বাদসাহর নিকট গুলি রহিয়াছে দেথিয়া সকল বালক দডাইয়া থাকিল তাহা দেখিয়া সাহ পর বাদসার নিকট আসিয়া গুলি লইয়া বালক দিগ্যে দিলে তখন আরদসির সাহপর কে ক্রোডে লইয়া চুম্বন করি য়া কহিলেন আমার পুত্র হইয়াছে কি আছে এমত বোধ আমার কখন হয় নাই কেবল এই পণ্ডিত ও সত বিবেচক উজিরের বিবেচনা দ্বারা আমি পুএ পাইলাম পরে সাহ পুরকে লইয়া বেগমের অপরাধ মাজনা করিয়া আপন বাটিতে লইয়া গেলেন তৎ পরে পণ্ডিত দিগকে আনাইয়। সাহপর কে রাজ নির্তি প্রভৃতিবিদ্যা সিক্ষা করাইতে লাগি লেন এব• উজিরকে বিস্তর রত দি দিলেন; আর টাকার উপর আরুদদির বাদসাহর নাম চলিত রিত মত ছিল সেই অবধি ঐ টাকার এক দিগে বাদমাহর নাম আর এক দিগে উম্বিরের নাম লিখিতে আঙ্গা করিলেন যখন সাহপর যুব হইল তখন উজিরকে জিজ্ঞাসা করিলেন ইহার বিবাহ কাহার কনfীর সহিত দেওয়া যায় ? উজির কহিল কিদহিন্দি নামক