পাতা:সাহানামা.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লইয়া গিয়াছে ৷ সাহপুর কহিল ইরানের বাদসহ সাহপুর কোথা গিয়াছে? মালি কহিল সাহপুর সাহ প্ৰাণে আছেন। কি মরিয়াছেন তাহাৰু সন্ধান কেহু কুঁহিতে পারেনা; কিন্তু তাহার সঙ্গে যে সকল লোকছিল তাহারা রোম্দেশে, কয়েদ আছে শুনিয়াছি, এই কথা কহিরা মালি অনেক খেদ ও রোদন করলে সাহপর কছিল তুমি ধৈৰ্য্য হওঁ আমি পথি মধ্যে শুনিয়াছি দুইতিন দিবসের মধ্যে সাহপর সাহ আপন দেশে আসিবেক। প্রাতে মালি মাহপরকে অনেক দিষ্টাচারি_ করিয়া কহিল তোমার বাসার ধোগ্য এ কাঠর নয় ॥ " সঙ্কটেপডিয়া বাস করিলেহেঁথার। " মালি এক ফুলের ভোডারাসাইপুরকে দিল সাহপর মালিকে কহিলেন সাহপুর সাহর উজির এইক্ষণে কোথায় ভূমি জান্ত আছে? সে কহিল উজির আপন বাটিতে আছে, পরে মালিকে কহিলেন কিঞ্চিৎ কাগজ আন মালি কাগজ জানিয়া দিলে সাইপুর ঐ কাগজে সেই ফুলের তোডরা আচ্ছদন করিয়া আপনার মোহর চিকু করিয়া কহিলেন এই কাগজ সহিত ভোডরা' উজিবুের হন্তে দিয়া সে জাহী কহে জামাকে জাসিয়া কহ । মালি ঐ তোডর লইয়া:উজিরকে দিলে উজির বাদসাহর মোহয় দেখিয়া আনন্দিতহইয়া মাসিকেকহিলেন এ তোডর কাহার নিকট হইতে আনিয়াছ এবং যে ব্যক্তি তোমাকে দিয়াছে সে কোখার আছে মালি কহিল একজন অশ্ব রোহি এক ঘূৰত্নীকেসঙ্গে করিয়াগতো কল্য সন্ধ্যার সময়ে আসিয়া আমার বাটিতে আছে ৷ উজির ইহাশুনির একজন সরদারকে মালির সঙ্গে সহিপুরকে দেখিতে পাঠাইলেন,