পাতা:সাহানামা.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 সাহানামা মালি ভাঙ্গাকে আপন ৰাটিতে লইয়া সান্থপুরকে কছিল উজির এক লোক পঠাইয়াছে, সাহপুর তাহাকে ডাকি৷ উজিরকে জানিতে কছিলেন্ন সে ছেলাম কয়িয়া বিদায় হইয়া উজিরকে জাসিয়া কহিল সাহপর সাহ আসিয়াছেন আপনাকে সরণ করিয়েেছন, তখন উজর সরদার দিগকে সঙ্গে লইয়া মালির বাটতে গিয়া বাদসাহর সহিত সাক্ষ্যাত করলেন। বাদসহি উজিরকে আলিঙ্গন দিয়া ও সরদার দিগকে সমাদর পর্বক বসাইয় কয়ছর রোমের বাটিভে যে প্রকার বদ্ধ হইয়াছিলেন ও বেগমের প্রধান সয়লিনী ষে প্রকারে মক্ত করিয়াছে তাহ সমুদয় কহিয়া অজ্ঞ করলেন ক্ষোমরা সাধু কথক গুলিনসেনাপ্রস্তুতকর সরদারের আজ্ঞ মস্ত কথক গুলিন সেনা সৎগুহ কয়িরা কহিল, ৰান্সাহ কয়েক জন মনুস্য রোম দেশে পাঠাইলেন ভাহারা তথায় গিয়া তত্ত্ব জানিয়া কহিল যে কয়ছর রোম দিব। রাত্রে নৃত্য গীত বাদ্য ও মদিরা পানে মন্ত আছে আর ভাহার সরদার ও সেনারা কে কোথায় তাহাঁর সন্ধান কেহু জিজ্ঞাসা করেন। লাহপুর এই কথা শুনিয়া রারসহগ্ৰ সেনা লইয়। রোমদেশে মাত্রা করিলেন । কয়েক দিবস গত হইলে রোমে পৌঁছিয়া সেনা গণকে আজ্ঞা করিলেন যে জাহাকে দেখিবা তাহাকে তৎক্ষণাত নষ্ট করিব। তাহার ঐ মত করিল। কয়ছর এই সংবাদ শুনিয়া আপন নগরে যে সেনা ছিল তাহা একত্র করিয়াযুদ্ধ করিতে প্রবৃত্তহইল, সাহপুর রোমের অনেকসেন কে বিনাশ করিয়া কয়ছর রোম ও জাহার সরদার দিগকে কয়েদ করিলেন । কয়ছর রামকে ৰান্ধিয়া বাদসহির