পাতা:সাহানামা.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা . . . sso. কেছ থাকে তাহাকে আনিয়া বাদসহি কর; তাহারা অনেক সন্ধান করিলেন কিন্তু কোনস্থানে উক্ত ৰণশীয় কাহাকে পাইলেননা শেযে শুনিলেন যে তুৱাননাম এক কন্যা আছে d তাহাকে জানিয়া ইরানের বাদসহ করিলেন; সে ছয়মাস বাঙ্গসাহি করিয়া পীডিত হইয়া প্রাণ ত্যাগ করিল ॥৫ তৎপর আরজম নাম কয় বংশী এক কন্যা চারিমাস বাদ সাহি করিয়া তিনিও সমন সদনে গমন করিলেন । ফরখজাদের বাদসাহি m ফরখজাদ নামক কয় গোষ্টির একজন চেহরম নগরে অপষ্ট ৰূপেছিল বিস্তর অনুসন্ধানের দ্বারা তাহাকে আনয়। সরদারেরা সকলে অক হইয়া বাদসাহ করিলেন; তিনি প্রজ, পালন ও সদ্বিচার অতি শুন্দর মত করিলেন তাহা দেখিয়। সকলেই ত্তষ্ট হইল। তাহার এক প্রিয় দাস ছিয়াচম নাম - ছিল তাহার কোন অপরাধ হওয়াতে তাহাকে কয়েদ করিসেন সে কারাগার হইতে অনেক রোদন পূর্বক মিনতি জানাইলে এক সপ্তার পরে তাহাকে মক্ত করিয়া তাহারপূর্ব কন্ধে নিযুক্ত করলেন, সে অতি দs বদজাত ছিল ৰাদসাহ কয়েদ করিয়াছিলেন সেই ক্রোধে বাদশাহকে নদ্যের সহিত বিশ মিশ্রুত করিয়াদিল বাদসহ তাহ পালমাত্র তৎখণাত্ত অজ্ঞান হইয়া প্রাণ ত্যাগ করিলেন, ফরখঙ্গাদ একমাপj ৰাদসাহুি করিয়াছিলেন u