পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩8 | বিভূতি-রচনাবলী জানে না—আরও কত কি ! কিন্তু স্ববোধ—না । ছিঃ, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতে নেই । তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মত তার চোখের সামনে দিয়ে ঘটে গেল । শাকের ডাক, হলুধ্বনি, মা, কাকিম, জ্যাঠাইমা তাকে তেলহলুদ মাখিয়ে দিলেন। গায়েহলুদের তত্ত্ব এল লালপাড় শাড়ী, তেলহলুদ, একটা বড় মাছ, এক হাড়ি দই । তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এল তাদের বা ষ্টী। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে, দই দিয়ে, মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিড়িতে সিন্ধুর দেওয়া হ’ল, প্রদীপ দেখান হ’ল,—যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অস্তত অৰ্দ্ধেকটা পুরে যায়। বাবা বলেন, গোলার ধান খালি হয়ে যেতো না। মধ্যে কি একটা গভর্ণমেণ্টের হাঙ্গামা এল—কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না । তাতেই অনেক ধান কর্জ দিতে হ’ল গ্রামের লোকজনকে । গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল, খাওয়া-দাওয়ার পরে গায়ের মেয়ের। কেউ কেউ দেখতে এল—তখন সে নিজেও দেখলে । আগে লজ্জায় ওদিকেও সে যায় নি । একটা শাড়ী, একটা ব্লাউজ, সায়! একটা—আলতা, সাবান, অtয়না আর গন্ধতেল। এ সব জিনিস তার নিজস্ব। কারও ভাগ নেই এতে । সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারও কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল । পুটির মন ছট্‌ফট্‌ করছিল, ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধী - এর কেউ আসেনি— এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার—যাতে তার বুঝতে পারে যে, তার গায়ে হলুদের মত আশ্চৰ্য্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েচে । আচ্ছা, যখন ইংরিজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ীর দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে—বাজি পুড়বে, লোকজনের হৈ হৈ হবে—ও, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়ের এসে । সে বেড়াতে বেড়াতে গেল মুখুয্যেবাড়ী। মুখুযোগিী ওকে দেখে বললেন—কি রে পুটি, আয় মা অtয়। গায়ে হলুদ হয়ে গেল ? আহা, এখন ভালোয় ভালোয় দু-হাত এক হয়ে গেলে—বোসো মা, বোসো | একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হোল। পুটিকে দেখে বললে—ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না ? হয়ে গেল ? কি তত্ত্ব এল শ্বশুরবাড়ী থেকে ? মুখুয্যেগিনী বললেন-বোস মা তোরা। লতি, পুটির সঙ্গে গল্প কর। একটু চা করে আনি । যাকৃ, ভালোই হ’ল, আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সেই ! f : R تیر পাশের বাড়ীর জামালা দিয়ে গাঙ্গুলীদের ছোটবেী ডেকে বললে—ও কে, পুটি নাকি ?