পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবাগত . "ఱ) 遍 একটু পরে স্বয়ং ডিওনপুত্র হেলিওডোরাস এসে ফলের দোকানের সামনে দাঁড়াল স্বৰ্গঠি৩দেহ সোঁমাকান্তি গ্ৰীক যুবক, রঙ অনেকটা আধুনিককালের পেশোয়ারী মুসলমানের মত। দীর্ঘ দেহ, ঈষৎ কুঞ্চিত কেশ, চক্ষু দুটি নীল নয়—কট । হেলিওডোরাস চাকা ছড়বার প্রতিযোগিতায় দু’বার সকলকে পরাজিত করে মহারাজ এ্যাটিআলকিডাসের প্রকাগু মুড়ায় পুরস্কার পেয়েচেন ৷ তক্ষশিলার অনেক লোকে তাকে চেনে। কপিলা থেকে আনীত বিদেশী স্বরা খুব চড়া মূল্যে বিক্ৰী হয় তক্ষশিলার বাজারে । সাধারণ লোকের সাধ্য নেই তা কেনে-- কিন্তু হেলিওডোরাস বন্ধুবান্ধব নিয়ে সরাইখানায় বসে স্কৃর্তি করবার সময়ে কপিলার স্বর ব্যতীত অন্য কিছু চায় না । *} BBB BBBB BBB BBBB BBBBB BB BBSBBB BBBS BBB BB বড় সৌভাগ্য—এত সকালে আপনার পায়ের ধুলো পড়লো এ গরীবের দোকানে । হেলিওডোরাস ঈষৎ গৰ্বিবত স্বরে বল্লে—জুজু এখানে এসেছিল ? --হুঁ কর্ত, এইমাত্র চলে গেল। " —আঙর দিয়েচ তাকে ? কথার উত্তর দোকানীর কাছ থেকে শুনবার আগেই হেলিওডোরাস চলে গেল । দোকানী অনেকক্ষণ একদৃষ্টে হেলিওডোরাসের অপস্বয়মাণ সুন্দর চেহারার দিকে চেয়ে রইল । ডিওনের আর্থিক অবস্থা আজকাল সত্যই ভালো নয়। রাজার দরবারে তিনি সভাসদ বটে, কিন্তু রাজা এ্যাটিআলকিডাসের নিজেরই আর্থিক অবস্থা যা, তাতে সভাসদদের অর্থ-সাহায্য করবার অবস্থা নয় তার । গান্ধারের রাজা জোজিফাস ও পুরুষপুরের গ্রীক তালুকদার হিরাক্লিয়াসের সঙ্গে অনবরত যুদ্ধ লেগেই আছে--রাজকোষের যাবতীয় অর্থ এখন ওদিকেই ওড়ে। আপনি বঁাচলে বাপের নাম, স্বতরাং ডিওন এবং অন্যান্য কৰ্ম্মচারীগণ ঠিকমত বেতন পান ন, বাজারের বণিক ও প্রজাদের নিকট নানা ছলে অর্থশোষণ করেন । এদের মধ্যে ডিওন প্রধান সভাসদ, সুতরাং তার অত্যাচারে তক্ষশিলার বিত্তশালী প্রজা ও বণিক মাত্রেই তার ওপর যথেষ্ট বিরক্ত । t রাজা এ্যাটিআলকিডাস ব্যাক্ট্রয়ান গ্রীক—স্বতরাং ভারতীয় প্রজা যত বেশি উৎপীড়িত হয়—গ্রীক ব্যবসায়ী বা প্রজা তার অৰ্দ্ধেকও না। দু'বার ভারতীয় বণিকসঙ্ঘ, প্রতিবাদ করেছিল সভাসদের এ অত্যাচারের বিরুদ্ধে। সভাসদ তাই কি, বিনা পয়সায় জিনিস দেওয়া হবে না—তিনি যিনিই হোন। ধার নিয়ে উপুড়-হাত করবেন না সব । কিসের খাতির ? এ ব্যবস্থা টেকে নি। গান্ধার থেকে সার্থবাহ বণিক সম্প্রদায় উষ্ট্রপৃষ্ঠে উৎকৃষ্ট স্বরা ও বিদেশী ফল নিয়ে আসতো-এর তার উপর অতিরিক্ত শুদ্ধ বসালে, বাজারে অন্ত চড়া দামে সে সব খাবার লোক রইল না। দু'বার বাজারে দোকান লুঠ হোল—এই সব নানা উপদ্রব। গ্রীক বনিকগণুও যে এ অত্যাচার থেকে একেবারে মুক্ত তা নয়, তবুও তাদের প্রতি অত্যাচার