পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२●8 বিভূতি-রচনাবলী উন্নতি নেই, এদের ঘুণে ধরেচে। ঋণের বোঝ। রাজকোষকে ছাপিয়ে উঠেচে। নতুন দেশে যদি কিছু উপার্জন করতে পারো—আখেরে ভালো হবে। শরতের অপূৰ্ব্ব জ্যোৎস্নাময়ী রজনী । ডিওন তার প্রণয়িনীর বাড়ীতে আরও কয়েকটি বন্ধুবান্ধব নিয়ে আমোদ-প্রমোদ করতে গেলেন। তক্ষশিলার মধ্যেই এক সংকীর্ণ রাস্তার ধীরে বাড়ীটি । কার্নিসে পাথরের ছোট ছোট থামের মাঝে মাঝে ফোকর-কাটা ইটের নিচু পাচিল । একজন বললে—শুনেচ হে, কাঞ্চানগরের তালুকদারের ছেলে এ্যারিস্টোস সম্প্রতি বৌদ্ধ হয়েচে । অন্য বন্ধু বললে—তুমি যা শুনেচ ন্যালিফাস, সত্যি হওয়া আশ্চর্য নয়। রাজা মিনাণ্ডার গ্রীক কুলাঙ্গার, নইলে গ্রীক রক্ত যার গায়ে আছে, সে দেশী ধর্ম গ্রহণ করে কি হিসেবে ? ওর শ্বশুরকে আমি জানি, ব্যাক্ট্রয়ায় তার অনেক তালুক-মুলুক, ভালো বংশের ছেলে— এ্যান্টিগেনস গোনাটাসের মাসতুতে ভাইয়ের শালার বংশ । —কে ? —ওই রাজা মিনাণ্ডারের শ্বশুর । জামাইয়ের এই কুমতি শুনবার পরে বেচারী একেবারে শয্যাগ্রহণ করেচেন । নিয়ারা কোথায় গেল ?••• ডিওন আজ বেশি স্বরা পান করেননি । মন তার ভালো নয়, ছেলেট আজ কি কাল বাড়া থেকে চলে যাবে, সঙ্গে এবার তিনি তার প্রিয় বালক-তৃত্য জোজিফাস ওরফে জুজুকে প্রবাসে ছেলের সেবা করতে পাঠাবেন । ডিওন অনেকদিন বিপত্নীক, বাড়ীতে প্রিয়দর্শন পুত্র ও বালক-তৃতাটিও অনুপস্থিত থাকবে । একপাল দাসীদের মধ্যে ( তাদের মধ্যে অনেকেই অসন্তুষ্ট, কারণ সময়মত বেতন পায় না ) সন্ধ্যা কাটানো এই বয়সে ভাল লাগে ?......কি যে করবেন — নিয়ার প্রবেশ করলে, বয়সে সে ডিওনের চেয়ে অনেক ছোট, তবুও চল্লিশের কম নয়, কিন্তু দেখায় ত্রিশ। সোনালীপাড় দামী রেশমী অঙ্গাবরণ, ছটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে ওর গেীর অঙ্গের শোভা বৰ্ধিত কুরচে। কিন্তু মাথায় গ্ৰীক মহিলাদের স্থায় পুষ্পমালা, স্বন্দর চোখের ভূক কাশ্মীরী জাফ্রানের রেণু, চন্দন ও বার্জ বৃক্ষের আট মিশিয়ে চিত্রিত করা। তাতে চোখের শুক জুটি কালো না দেখিয়ে হলদে দেখাচ্চে। নিয়ারার পিতা ব্যাক্ট্রয়ান গ্রীক, কিন্তু মাত পারস্বদেশীয়া । BBBB DBB BBBS BBBS BBSBBB BB BBBS BB BBBB DDDBS বলছিলুম তীর সঙ্গে । தி হানিফাস বঙ্গে—লে আবার কে ? —তিনি একজন ভারতীয় যোগী । বারাণসী থেকে এলেচেন—