পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&e বঙ্গের জাতীয় ইতিহাস [ sथ अशfांद्र । যে সকল উচ্চ পদস্থ ব্রাহ্মণ এ দেশে আসিয়াছিলেন, তাহারা পাতিত্যের আশঙ্কায় এ দেশে স্থায়িভাবে বাস করিতেন না, এখানে আসিয়া তীর্থগুলি দর্শন করিয়াই স্বদেশে ফিরিতেন ।" কিন্তু কায়স্থগণ রাজকৰ্ম্মোপলক্ষে আসিয়া সহায়-সম্পত্তি বৃদ্ধির সহিত বংশপরম্পরায় এ অঞ্চলে বাস করিতে থাকেন, এ অবস্থায় কায়স্থগণই যে, এদেশে আধিপত্যে ও মানসন্ত্রমে সৰ্ব্বপ্রধান হইয়া পড়িবেন, তাহাতে সন্দেহ কি ? তাহাদের পূর্বপুরুষগণ পশ্চিমভারত হইতে যে যে পদবীযুক্ত হইয়া আসিয়াছিলেন, তাহার বংশধরেরাও সেই সেই পদবী ব্যবহার করিতে লাগিলেন, পূৰ্ব্বোক্ত তাম্রশাসনচতুষ্টয় হইতে তাহার আভাস পাওয়া যাইতেছে। গুপ্তাধিপত্য-বিস্তারের বহুপূৰ্ব্ব হইতেই এদেশে কায়স্থগণের আগমন হইয়াছিল, "ই তাহার আভাস দিয়াছি। পর অধ্যায়ে তাহদের ইতিহাস বিবৃত হইবে । কিন্তু সেই অতি-পূৰ্ব্বাগত কায়স্থগণ এ দেশের জলবায়ু ও সাম্প্রদায়িক ধৰ্ম্ম-প্রভাবের গুণে অধিকাংশই জৈন, বৌদ্ধ বা শৈব সমাজভুক্ত হইয় পড়িয়া ছিলেন। তাঁহাদের কিরূপ পদবী ছিল, তাহা ঠিক জানা যায় নাই, তবে তাহারা তাহীদের অধীশ্বর ও ধৰ্ম্মাচাৰ্য্যগণের উপাধির অনুকরণে পদবী চালাইয়া থাকিবেন তাহা অসম্ভব নহে। রাণ, রাহুত, গুপ্ত, বৰ্দ্ধন, শূর, বৰ্ম্ম ইত্যাদি অধিপতিগণের উপাধির অনুকরণে এবং ভদ্র, রক্ষিত, পাল, নাথ, অর্ণব, কীৰ্ত্তি, শৰ্ম্ম, দণ্ডী, বন্ধু ইত্যাদি উপাধি ধৰ্ম্মাচাৰ্য্যগণের উপাধির অনুকরণে গৃহীত হইয়া থাকিবে। পূৰ্ব্ব উপাধি ব্যতীত গুপ্তসম্রাটগণের পূর্বে, সমকালে ও পরবর্তী সময়ে যিনি যে দেবতার উপাসক ছিলেন, তাহার সেই দেবতার নামানুসারে—ব্রহ্ম, বিষ্ণু, রুদ্র, গণ, ইন্দ্র,চন্দ্র, সোম, আদিত্য, নাগ প্রভৃতি উপাধি এবং স্ব স্ব বীর্য্যবত্তা বা পারদর্শিতা অনুসারে ধন্থ, বাণ, গুণ, শর, তেজ, শক্তি, ধর, আইচ, আশ, পীল, বল, দাম, নাদ, যশ, মান, ক্ষেম ইত্যাদি পদবীতেও ভূষিত হইয়াছিলেন। পশ্চিমাঞ্চল হইতে যিনি যে পদবী লইয়া আসিয়াছিলেন, তাহার বংশধরেরা সেই পদবীদ্বারা পরিচিত হইয়া আসিতেছেন, এ কথা পুৰ্ব্বেই লিখিয়াছি। ফরিদপুরের তাম্রশাসনবর্ণিত সেন, ঘোষ, দত্ত, চন্দ্র, পালিত, কুও, ভোগ, ভূতি, দেব ইত্যাদি পদবীগুলির মধ্যে সমাচারদেবের তাম্রশাসনে বৎস কুণ্ড, শুচি পালিত, বিহিত ঘোষ, প্রিয় দত্ত ও জনাৰ্দ্দন কুও ইহার ‘কুলবার’ বা ‘কুলবর”বলিয়া অভিহিত হইয়াছেন। ইহাদ্বারা আমরা মনে করিতে পারি যে, খৃষ্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে ঘোষ, কুও, দত্ত ও পালিত উপাধিধারী কোন কোন কায়স্থ ‘কুলবর বা ‘কুলীন বলিয়া সম্মানিত ছিলেন। তাম্রশাসনোক্ত ‘ভোগ’ ও ‘ভোগিক একাৰ্থবাচক, উহ বর্তমান ভোই এবং 'ভূতি ভূই পদবীতে পরিণত হইয়াছে। ( ye) "जत्ररबकलिरत्रयूcनौब्रांड़ेमनtषबू s । উীর্থযাত্ৰাং ধিলা গছৰ পুনঃ সংস্কারমর্থতি।” ( মন্ত্র ) S00S DDDDD DDD DBBBBDHSDD DD DDDDS DB BBBDS DDD DDD DDD DDD हांटन ‘कूजबङ्ग *क शबशङ इश्ब्रांरह। -