পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস [ ৪র্থ অধ্যায় । بي۰t % সহজেই সুগম হইয়াছিল। আইন-ই-অকৃবরীতে লিখিত আছে, রাজা জয়ন্ত ৬০ বর্ষ রাজত্ব করেন ॥২৮ এরূপ স্থলে আমরা মোটামুটি ৭৩২ হইতে ৭৮২ খৃঃ পৰ্য্যন্ত রাজা জয়স্তের রাজত্বকাল অনায়াসেই ধরিয়া লইতে পারি, সুতরাং যাহার সভায় রাঢ়ীয় ও বারেন্দ্র-ব্রাহ্মণগণের পূৰ্ব্বপুরুষ সাগ্নিক ব্রাহ্মণগণ ও পরে তাঙ্গদের সহিত পুত্রগণও আগমন করিয়াছিলেন, তিনি যে কাশ্মীরপতি জয়াপীড়ের সমসাময়িক, তাহাতে আর সন্দেহ থাকিতেছে না। আদিশূরের অভু্যদয়ের পূৰ্ব্বে মগধ হইতে গৌড় পর্যন্ত সমস্ত প্রাচ্যভারতে বৌদ্ধ ও জৈনধৰ্ম্ম প্রবঞ্চল, পূর্ব পূর্ব অধ্যায়ে তাহার আলোচনা করিয়াছি, কিন্তু তৎকালে দক্ষিণাত্যের পুণ্যভূমে কুমারিল ও শঙ্করাচার্য্যের অভূদয়ে সৰ্ব্বত্রই বৈদিক ও বেদন্তিমার্গের যথেষ্ট সমাদর হইয়াছিল এবং তাঁহার প্রভাব ধীরে ধীরে উত্তর-ভারতে কনৌজের রাজধানীতেও বিস্তুত হইতেছিল। বাকৃপতি ও ভবভূতির গ্রন্থে আমরা তাহার যেরূপ আভাস পাইয়াছি, পূৰ্ব্বেই তাহার উল্লেখ করিয়াছি। মহারাজ যশোবর্ষার গোঁড়াক্রমণের সঙ্গে প্রাচ্যভারতেও তাহার অল্প অল্প প্রতিক্রিয়া আরম্ভ হইয়াছিল । মহারাজ যশোবন্মার প্রেরণায় গৌড়মগুলে যে সকল ব্রাহ্মণ কায়স্থ বৈদিকধৰ্ম্ম প্রচারে মনোযোগী হইয়াছিলেন, আদিশূরের পিতা মাধবকে’ আমরা তাহদের অন্ততম মনে করি । কিন্তু তাহার তাদৃশ সহায়সম্পত্তি ও প্রভুত্ব না থাকায় উদ্বেগু সিদ্ধ হইতে পারে নাই। তৎপুত্র জয়ন্তই প্রকৃতপ্রস্তাবে * -ল বৈদিকধৰ্ম্মপ্রচারে কতকটা সফলকাম হইয়াছিলেন। তৎকালে উত্তরভারতে কান্তকুৱঁই বৈদিকসমাজের কেন্দ্র বলিয়া পরিচিত থাকায় আদিশূর সেই স্থান হইতেই উপযুক্ত ব্রাহ্মণ আনয়ন করিয়াছিলেন। উক্ত সাগ্নিক ব্রাহ্মণাগমনের পূৰ্ব্বেও এদেশে কতকগুলি সারস্বত ব্রাহ্মণ বাস করিতেন, তাহারাই কুলগ্রন্থে 'সপ্তশতী ব্রাহ্মণ ‘বলিয়া পরিচিত। রাঢ়দেশে সেই সকল ব্রাহ্মণের যে উপনিবেশ ছিল, তাহা অধুনা বদ্ধমান জেলার অন্তর্গত 'সাত শইক’ পরগণা নামে পরিচিত। র্তাহীদের মধ্যে দেশ, কাল ও অবস্থভেদে বৈদিক-ক্রিয়াকাণ্ড অনেকটা লোপ পাইলেও তাঁহাদের প্রতাপ, প্রভুত্ব ও সমাজশক্তি স্বল্প ছিল না। মনে হয়, বিভিন্নমতাবলম্বী নৃপতিগণের সহিত যখন আদিশূরের ঘোর সমরানল প্ৰজলিত হয় ও গোঁড়বঙ্গে বৈদিকান্দোলনে সাধারণ জনগণের সহিত সংঘর্ষ উপস্থিত হয়, তখন উক্ত ব্রাহ্মণগণই স্ব স্ব অর্থ ও সামর্থ্য দ্বারা গৌড়াধিপের প্রধান সহায় হইয়াছিলেন, গৌড়ে ব্রাহ্মণপ্রতিষ্ঠায় ঐ সকল ব্রাহ্মণও যে অগ্রণী হইয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। - O (ov) Col. Jarrett's Ain-i-Akbari, Vol. II. p. 145. আবুল-ফজলু আদিশুর ও জয়স্তকে ভিন্ন ব্যক্তি ও ভিল্ল রাজবংশজাত বলিয়া উল্লেখ করিয়াছেন। সঙৰs: ठूलभप्इ अकांषिक जांक्षूिब ७ डिब्र डिझ शांप्न छब्रल ७ चांनिशूद्रब्र छैदल्लथ षाकांश आश्*िब ७ छब्रख পৃথকৃ ভাবে উক্ত হইয়া থাকিবেন। SDS DDD DDD DBBBB BB BBBBB DBB BBBDDS DBBB B BBBBB DDDD DDDD S ক্ষুদ্র সামন্ত-নৃপতি ছিলেন। -