পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

’ ८णम्-बचिबश् ॥1 রাজন্য-কাও eest শৈব ছিলেন ও শৈব আচার-ব্যবহারে লালিত পালিত হইয়াছিলেন। রাজ্যলাভের পর তিনি বৌদ্ধ তান্ত্রিক ধৰ্ম্মে অনুরক্ত হইলে কতকগুলি শৈব বৌদ্ধ মিশ্রীচায়ও চালাইয়া থাকিবেন । তন্মধ্যে চড়কপূজায় প্রচলিত নীলাবতীর ব্রত বিশেষ উল্লেখযোগ্য। ঐ ব্ৰতকথার স্থলুক মুলুকের নন্দাপাটনের রাজকন্ত’ বলিয়া নীলাবতীর পরিচয় আছে। চালুক্যবংশই এক সময়ে "মুলুক’ বলিী পরিচিত ছিল। বল্লালসেন চালুক্যরাজকন্তার পাণিগ্রহণ করেন। এই রাজকন্যা হয়ত পতির সহিত চড়কের অনুষ্ঠান করিতেন, তাহার গৌরব-স্মৃতি-রক্ষার্থই হয়ত চড়কে লীলাবতীর পূজার ব্যবস্থ হয়। বল্লালসেন পুনরায় যখন বৌদ্ধতান্ত্রিকতা ছাড়ির শাক্ত বা শৈব তান্ত্ৰিক হইলেন, তখনও সেই পূৰ্ব্বাঙ্গুষ্ঠান পরিত্যক্ত হয় নাই। বলা বাহুল্য, বল্লালসেনের শৈব-তান্ত্রিকাচার-গ্রহণের সহিত বহু বৌদ্ধতান্ত্রিক তাহার সহিত শৈব-তান্ত্রিক হইয়াছিলেন, আবঙ্গ তাহারা বহুদিনের অনুষ্টি ত সকল আচার-ব্যবহার এককালে পরিভাগ * করিতে পারেন নাই ।“ এই সময়ে ধৰ্ম্মের গাজনই শিবের গাজনে পরিণত হইল । ১১৬০-৬১ খৃষ্টাব্দে গৌড়েশ্বর হইবার পর বল্লালের মতিগতি আবার পূর্বপুরুষগণের আদর্শের দিকে ধাবিত হইয়াছিল। সেই সময় হইতেই বেদ, স্মৃতি ও পুরাণোদিত সনাতন ধৰ্ম্মেয় দিকে তাহার লক্ষ্য পড়িয়াছিল, তাম্বারই প্রভাবে তিনি দানসাগর ও অদ্ভুতসাগরগ্রন্থ-সঙ্কলনে অগ্রসর হইয়াছিলেন । ፴ পূৰ্ব্বেই লিখিয়াছি, মহারাজ বল্লালসেন YಿST" कtब्रन, তাহারই গর্ভে লক্ষ্মণসেনের জন্ম ৯ झ्छौ दो ४.२७२ ማሟግርማጓ খৃষ্টাব্দে মুসলমান-ঐতিহাসিক মিনহাজ লক্ষ্মণাবতী বা গৌড়ে আসিয়া এখানে বেরূপ লক্ষ্মণসেনের জন্ম-বিবরণ শুনিয়াছিলেন, র্তাহার তবকাত-ই-লাগিরি গ্রন্থে তাহা এইরূপ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন,— ‘ইহলোক হইতে র্তাহার পিতার স্থানান্তরকালে শখ মণিয়া মাতৃগর্তে ছিলেন। রাজমুকুট র্তাহার মাতৃগর্ভে স্থাপিত হইয়াছিল এবং সকলেই তাতার আজ্ঞার বশবৰ্ত্তী হইয়াছিল। খলিফাবংশের স্থায় হিন্দুরাজগণও ধৰ্ম্মরক্ষক বলিয়া পরিচিত ছিলেন । লখমণিয়ার জন্মকাল নিকটবর্তী হইলে তাছার মাতা প্রসবের লক্ষণ বুঝিতে পারিয়া জ্যোতিষিগণকে আনাইলেন, তাহার শুভ লগ্ন ঠিক করিয়া এক বাক্যে জানাইলেন যে, কুমার এখন জন্মগ্রহণ করিলে তাহার নিতান্ত অশুভ হইবে, কখনই রাজ্যলাভ করিতে পরিবে না, কিন্তু যদি দুই ঘণ্টcপরে জন্ম হয়, তাহা হইলে ৮০ বর্ষ রাজ্য করিতে পরিবে । জ্যোন্তিপিগণের মুখে এরূপ উক্তি গুনিয়া রাঙ্গী আদেশ করিলেন যে, তাহার পা দুখানি বাধিয়া ঝুলাইয়া মাথা হেঁট করিয়া রাখা হউক । ( 2 • R ) “ধরাধরান্তঃপুলমেলিরত্নচালুক্যভূপালকুলেঙ্গুয়েপা। গুপ্ত প্রিয়াহুদ্বহমানভূমলক্ষ্মীপৃধিৰ্যোয়পি রামমেৰী । DDDDDDDDBBBDBBBDD DDDBBBBBBBDD BBBBBHHHH S (লক্ষ্মণসেনের মধাইনগর eোমলেখ, ৯-১০ গ্লোঙ্ক ) ፀዊ