পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ8 বিভূতি-রচনাবলী বলে, আমি ভুল বুঝেচি, আমায় ক্ষমা করো, দয়া করে পথ দেখিয়ে দাও—ভগবান সেখানে আগে ছুটে যান—ৰ্তার কতবড় করুণ, কত প্রেম জীবের প্রতি—তা ক’জন মাহুযে বোঝে ? সবাই পৃথিবীতে টাকা নিয়ে যশ নিয়ে মান নিয়ে উন্মত্ত— যতীন ও পুষ্প তাকে প্রণাম করে চলে আসতে উদ্যত হোলে তিনি ওদের দিকে চেয়ে প্রসন্ন স্বন্দর হেসে বালিকার মত ছেলেমানুষী স্বরে বল্পেন—আমার এ জায়গাটা তোমাদের কেমন লাগে ? দুইজনেই বল্লে, ভারি চমৎকার স্থান, এমন তারা কখনো দেখেনি। দেবী বালিকার মত খুশি হোলেন ওদের কথা শুনে। বল্লেন—মাঝে মাঝে এখানটাতে ومه বিশ্রাম করি । তোমরা মাঝে মাঝে এসো। একাই থাকি । যতীন বিনীত স্বরে বল্লে—গ্রহদেব বৈশ্রবণকে দেখাবেন একবার ? করুণাদেবী হেসে বল্পেন—তোমার দেখচি বড় বড় সাধ । যতীন মুগ্ধ হয়ে গিয়েছিল, ফেরবার পথে সে পুষ্পকে বল্লে -এমন না হোলে দেবী ! কি সরলতা ! জায়গাটা সম্বন্ধে আমাদের সার্টিফিকেট পেয়ে খুশি হয়ে গেলেন । উচ্চ স্বর্গে আজ পুষ্পকে নিয়ে গেলেন প্রেমের দেবী। বহু বিচিত্র বর্ণের মেঘের মধ্যে দিয়ে সে অপূর্ব যাত্রা। অন্তরের জ্যোতি-বাতায়ন খুলে গিয়েচে যেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়েচে সে আলো । দেবী বল্লেন--সারা পৃথিবীতে প্রেমের জন্য এত দুঃখও পাচ্চে মানুষে ! ইচ্ছে হয় সব মিলিয়ে দিই । —দেন না কেন দেবি ? —দিই তো । কাজই ওই । আমার যা ক্ষমতা তা করি। তবে আমাদের ক্ষমতারও সীমা আছে—দেখচে তো স্বধার কিছুই করতে পারচিনি । স্থধার মত লক্ষ লক্ষ নরনারী পৃথিবীতে—তবে আমরা আকুপাকু করি নে তোমাদের মত। সময় অনস্ত, স্থযোগ অনস্ত— তোমরা ভাবে অমুক দিন মরে যাবে, কবে আর কাজ করবো ? আমরা জগৎকে দেখি অন্য CԾiԾՀ পুষ্প হেসে বল্লে—মরেচি তো অনেকদিন, তবে আর কেন এ অহুযোগ দেবি ? প্রণয়দেবী হঠাৎ থমকে দাড়িয়ে বলেন--আহ ! আজি একাদশী । মৃধা শুয়ে আছে ঘরে দোর দিয়ে—দেখো এখানে এসে । r একটা আলোকের পথ যেন তৈরী হয়ে গিয়েচে এই অসীম বোমের বুক চিরে। পৃথিবীর একটা ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র ভাঙা কোঠার ভাঙা ঘরকে তার নোনাধরা চুন-বালি-খলা দেওয়ালের ব্যবধান ঘুচিয়ে যুক্ত করচে অনন্ত তারালোক-খচিত মহাকাশের সঙ্গে, দেবযানের পথে। পুষ্পের সারাদেহ আনন্দে ও সত্যের অনুভূতিতে শিউরে উঠলো—যেখানে প্রেম, যেখানে সত্য, যেখানে গভীর রসাহভূতি বা দুঃখবোধ, সেখানে স্বগের সঙ্গে মর্ত্যের যোগ ক্ষণে ক্ষণে