পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b" বিভূতি-রচনাবলী ধূসর কৃষ্ণ রঙের ছোট-বড় পাহাড় ইতস্তত ছড়িয়ে । সমুদ্রের তীরে একটি অরণ্যবৃক্ষের তলে এক রূপবান জ্যোতির্ময় তরুণ দেবতা বসে একমনে চিস্তা করচেন । যতীন এমন দৃশু কখনো দেখেনি, এমন অপূর্ব রূপবান মহাজ্যোতিষ্মান দেবমূর্তি। সে শ্রদ্ধায় বিস্ময়ে অবাক হয়ে চেয়ে রইল । পুষ্প তাকে দেখে কিন্তু অবাক হয়ে গেল অন্য কারণে। একে সে অনেক বছর আগে দেখেছিল, যেদিন সে যতীনকে পঞ্চম স্তরে নিয়ে যেতে যেতে তার সংজ্ঞাহীন দেহ দ্বারা বিপদগ্রস্ত হয়েছিল । সেই তরুণ দেবতা, যিনি সেদিন শৈলশিখরে বসেছিলেন। দেবতা করুণাদেবীর দিকে চেয়ে বল্লেন—এর কে ? পুষ্প বল্লে—দেব, আপনি আমাকে দেখেচেন এর আগে—সেই একদিন— করুণাদেবী বল্লেন—এদের কথা তোমাকে বলেছিলাম। এর নাম পুষ্প, ওর নাম যতীন, তোমার পৃথিবীরই নাম বাপু – দেবতা প্রসন্ন দৃষ্টিতে ওদের দিকে চেয়ে বল্লেন--ও, বুঝেচি । (* পরে যতীনের দিকে চেয়ে বল্লেন –কিন্তু একে নিয়ে এসে ভাল করলে না। এর এখনো অনেক দেরি। পার্থিব তৃষ্ণ এর এখনও যায় নি। এত উচু স্বর্গে একে আনলে এর ফল হবে এই, আগামী জন্মে এর স্মৃতি ওকে কষ্ট দেবে—কোন কিছুতেই মন বসাতে পারবে না । তুমি তো জানো, তৃতীয় স্তরের কোনো লোককে এখানে আনা সেই ব্যক্তির পক্ষেই ক্ষতিকর। করুণাদেবী ঝগড় করার স্বরে বল্লেন-বেশ করেচি, যাও । তুমি ওর সব প্ৰতি মুছে দিও, নয়তো আমি দেবো । দেখাতে নিয়ে আপনি শুধু, ওর অনেক প্রশ্ন আছে, জানতে ইচ্ছে হয়েচে । যতীন ভাবছিল তার কি মহাপুণ্য ছিল, আজই এমন দুটি জ্যোতির্ময় দেবতার দর্শনলাভের সৌভাগ্য তার ঘটলো ! কি অদ্ভুত রূপ ! সে বিনীত স্বরে বল্লে—যদি দেখার সৌভাগ্যই ঘটলে, তবে দেবতা, আমায় এমন করে দিন, যাতে এখানে বার ধার আসতে পারি বা আপনার দেখা পেতে পারি তার ব্যবস্থা করে দিন । তরুণ দেবতা করুণাদেবীর দিকে চেয়ে হেসে বল্লেন—ওই দেখলে তো কি বলচে ? এদের অজ্ঞানতা ঘুচতে অনেক বিলম্ব । পুষ্প হাত জোড় করে বল্লে- আপনি স্তকে দয়া করে ক্ষমা করুন। উনি নতুন এ স্তরে এসেচেন, এখানকার কিছুই জানেন না । 鱷 蜡》 যতীন অপ্রতিভ না হয়ে বল্লে—আপনি দয়া করলেই সব হৰে । কিছুক্ষণ আগে আমাদের ওদিকে একজন কে এসেছিলেন, তার কথা যা শুনলাম তাতে আমি অবাকৃ হয়ে গিয়েচি । আমার সব জানবার ইচ্ছে হয়েচে, তিনি কত গ্রহনক্ষত্র বেড়িয়ে এসেচেন—আমায় এর আগে বলেছিলেন সঙ্গে করে নিয়ে যাবেন— 卯 দেবতা বজেন—কে ? 感