পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী وانه د ভাষা ব্যবহার করি । পুষ্প বল্লে-এই পৃথিবী কিন্তু আমার বেশ লাগচে । একটু বেড়ানো গেলে মন্দ কি ? বৈশ্রবণ বল্পেন—বেশ,তো, ভাল করেই দেখতে পারো। এক হ্রদে কতগুলি স্থসজ্জিতা নরনারী নৌকাতে প্রমোদবিহার করছিল। দেবতা সেখানে গিয়ে বল্পেন—ক’বছর এরা এমনিধারা জল-বিহার করচে জানো ? তোমাদের পৃথিবীর মাপে তিনটি বছর । তাড়াতাড়ি নেই কিছু এদের । যতীন সবিস্ময়ে বল্লে—তিনটি বছর ! —ঐ যে বল্লাম, ধীরেস্থন্থে এখানে সব হয়। নৌকাতে জলবিহার চলচে তো চলচেই। ওদের গিয়ে বল যদি, বিম্মিত হবে । যতীনের মনে পড়ে গেল বালে কলেজের ক্লাসেপড়াটেনিসনের কবিতার সেই মৃণাল-ভোজীর c***i Land of Lotus-eaters !•••সেখানেও সব লোক— পরে কার সঙ্গে কথা বলতে যাচ্চে ভেবে সে লজ্জায় চুপ করে গেল।" দেবতা বল্লেন—-চলো আরও দেখবে । এক পাহাড়ের শুাম সাচুতে বনপুষ্পবিকশিত নির্জন অঞ্চলে সে দেশের কবিকুলের মজলিস বসেচে। সেখানে স্বদীর্ঘসময়-ব্যাপী গোধূলিতে তারা আরামে কাব্য আলোচনা করচে, পরস্পর পরম্পরকে আবৃত্তি করে শোনাচ্চে নৈসর্গিক শোভা, বনপুষ্পের লাবণ্য সম্বন্ধে নানা কবিতা । নারীপ্রেম নিয়ে কত সঙ্গীত রচনা করে বাদ্যযন্ত্রের সাহায্যে অতি সুকুমার মাধুর্যের সঙ্গে ললিত স্বরে গাইচে–যেন জীবন অনন্ত, সময় অনন্ত । সে সঙ্গীতের ঘুমপাড়ানি মাধুর্য সত্যিই চোখে ঘুম নিয়ে আসে, শুনে যতীনের সত্যিই মনে হচ্ছিল দিগন্তের পাণ্ডুর শোভা শৈলসালুতটে যে শাস্তি ও ঐ বিস্তার করচে তাতে সব ভুলিয়ে দেয়, জীবনের যুদ্ধ অবাস্তব কাহিনী—জীবন শুধু এমনি নিশ্চিন্ত নিরুপদ্রব গোধুলি দিয়ে ভরা—আর কোথাও ছুটোছুটি করে কি হবে, এখানেই ঘুমিয়ে পড়া যাকৃ দিব্যি। যতীন বল্লে—আমাদের পুথিবীতেও এরকম নেই কি দেব ? —আছে, সে অন্য রকম । এরা এদেশের বসন্তকাল ব্যেপে এরকম উৎসব চালাচ্চে । এদের বসন্তের স্থায়িত্ব কত জানো ? নবছর পৃথিবীর হিসেবে । যতীন ই করে অবাক হয়ে চেয়ে রইল দেবতার মুখের দিকে । করুণাদেবী ওর বিস্ময় দেখে কৌতুক অনুভব করলেন। বল্পেন—নইলে তোমার ভাষায় স্নে ওয়াল্ড হবে কি করে ?-- * ও আরও অবাক হয়ে বল্লে—ব। রে, আপনি যে ইংরিজি— —সব ভাষাতেই কথা বলতে পারি আমরা, বল্লাম যে। ভাষা কিছুই নয় আমাদের কাছে । তারপর শোনো, এদের বছর কতদিনে জানো ? পৃথিবীর বাট বছরে এদের দেশের এক বছর। ঐ দেখ বৃহস্পতি গ্রহ ঘুচে কত আস্তে আস্তে। স্বর্য থেকে যে গ্রহ যত দূরে, তার আবর্তন তেতক্সা। আবার এই উপগ্রহের একটা নিজস্ব আবর্তন আছে নিজের কক্ষে—সব মিলিয়ে দীর্ঘ