পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

馨 দেবযান Y São দেবতা গম্ভীর স্বরে বল্লেন — প্রত্যেক জড়জগতের অমনি নিম্নতর আত্মিক স্তর আছে | জড়জগতের অপুষ্ট আত্মা ওখানে আসে। পৃথিবীর নরক তবুও ভালো, কারণ গ্রহ হিসাবে পৃথিবীর জীবদের আধ্যাত্মিক প্রগতি অনেক বেশি। তোমাদের দুেখে তা মনে হচ্চে। এমন গ্রহ তোমাদের দেখাতে পারি যেখানকার জীবের চৈতন্য নিম্ন স্তরের । তোমাদের পৃথিবীতে তেমন শ্রেণীর জীব নেই। ওরা অনন্ত ব্যোমের যে অংশ দিয়ে যাচ্ছিল, যতীন তার চারিদিকে চেয়ে কোনো পরিচিত নক্ষত্রমণ্ডল দেখতে পেলে না--সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ধ্রুবনক্ষত্র, এমন কি বৃশ্চিক পর্যন্ত না ! অসীম বিশ্বের কোন সুন্দর অংশে তারা এসে পড়েচে যেখান থেকে সপ্তর্ষিমণ্ডল বা বৃশ্চিক কিংবা ক্যাসিওপিয়া দেখা যায় না। প্রশ্নটা সে পথপ্রদর্শক দেবতাকে করলে । দেবতা হেসে বল্লেন--আমি তোমাদের ওসব নক্ষত্র চিনি না । তোমাদের জড়জগৎ থেকে চিরকাল দেখে আসচে বলে ওগুলো পৃথিবীর জীবের কাছে স্থপরিচিত। বিশ্বের পথিক আমি, আমার কাছে ও-রকম লক্ষকোটি ধ্রুব আর সপ্তর্ষি অগণ্য জ্যোতিলোকের ভিড়ে মিশিয়ে গিয়েচে । পুষ্প অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল আকাশের ওপরদিকে বকের পালকের মত বহুদূরব্যাপী রঙীন মেঘরাশি এক জায়গায় স্থির ছবির মত দৃশ্যমান। পুপ কৌতুহলী হয়ে বল্লে—ওই মেঘের মত কী ওগুলো দেব ? —আমি জানি কিন্তু কখনো দেখিনি। ওগুলো বহু উচ্চ স্তরের জীবলোক । —জড়দেহধারী জীব ? —ন । তোমরা যাকে বলবে আত্মিক লোক— —অনেক উচু স্তরের আত্মা ? * . —খুব উচু। যতীন ওদের কথা শুনছিল—সাগ্রহে বল্পে, একটা প্রশ্ন করবে। যদি কিছু মনে না করেন স্তার—আই মিন—মানে, দেব । 尊 পুষ্প ভ্ৰকুটি করে বল্পে—তোমার এখনও পৃথিবীর সংস্কার গেল না যতীনদা ? দেবতা ওদের মনোবৃত্তি অনেক সময় ঠিক বুঝতে পারেন না ; রাগ, অশ্রদ্ধা, হিংসা প্রভৃতি মনোভাবের বহু উধেবর্ণ র্তারা । তিনি অনেক পরিমাণে সরল বালকের মত । পুষ্প লক্ষ্য করচে– করুণাদেবীও অনেক সময় বারো বৎসরের পার্থিব বালিকার মত কথা বলেন, ব্যবহার করেন । উচ্চতর দেবচরিত্রের এদিকটা আজকাল বেশি করে ওদের দুজনেরই চোখে পড়চে । যতীন আরও বিনয়ের সঙ্গে বল্লে—একটা প্রশ্ন ছিল—আপনি ওখানে যান নি কেন ? দেবতা বল্লেন-এর উত্তর খুব সোজা । ওসব লোক আমার নিকট অদৃশ্য। পুষ্প ও যতীন দুজনেই বিস্ময়ে স্তব্ধ । পুষ্প বল্লে—আপনার কাছেও অদৃশ্ব ? দেব, ঠিক বুঝতে পারলুম না। 源 এইবার সামনে বহুদূর থেকে ওরা দেখতে পেলে সারা আকাশ জুড়ে একটা বিশাল অগ্নিক্ষেত্র