পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኧፃ• বিভূতি-রচনাবলী বল্লাম-আমি তোমাকে মানি না । একরকম জোর করে চলে এসেচি— বলে আপন মনেই হাসতে লাগলেন । রঘুনাথদাস বল্পেন—“আমার গোপাল আপনার ভক্তি আকর্ষণ করতে চাইচেন। আপনি দেবেন না ? — ক্ষমা করবেন আচার্যদেব । আমার সংশয় যেদিন ছিন্ন হবে সেদিন এসে আপনার আশ্রমে দীক্ষা নেবো প্রেমভক্তির । এখন ওসব আমি পুতুল-পুজোর সমান মনে করি । রঘুনাথদাসের প্রশাস্ত মুখমণ্ডলে মৃদুমন্দ হাসি ফুটলো। ঈষৎ দর্পভরে বল্লেন —আমার গোপালের ক্ষমতা থাকে, আপনাকে তিনি ভজাবেন । পুতুল কি কথা বলে । আপনি ব্রহ্মবিৎ, ভেবে দেখুন। আপনার মত ভক্ত উনি চাইচেন। ব্ৰহ্মভূমি থেকে নেমে এসে ভগবানের লীলাসঙ্গী হয়ে থাকুন। —আপাতত আমার একটি গুরুভগ্নী প্রেমভক্তির জন্যে ব্যাকুলা । তাকে দিন দয়া করে । —কোথায় ? to: —সম্প্রতি দেহে বর্তমান আছেন, মহানদীর তীরের বনমধ্যে র্তার আসন । পরমাত্মার দর্শন পেয়ে ধন্ত হয়েচেন । বহুকাল থেকে দেহধারিণী । আপনি আহবান করলে তিনি এখানেই আসবেন । —আমি অকিঞ্চন । আমার কি সাধ্য প্রেমভক্তি দিই । দেবেন— পুষ্প এই সময়েই হঠাৎ জাঙ্ক পেতে বসে করজোড়ে বিনীত কণ্ঠে বল্লে—ওই সঙ্গে আমাকেও দিন আচার্ধদেব । আমার একমাত্র অবলম্বন । ক্ষেমদাস উৎসাহে হাততালি দিয়ে বলে উঠলেন - সাধু সাধু ! রঘুনাথ পুষ্পের মাথায় হাত দিয়ে বল্লেন-আমি কে মা ? গোপালের কাছে চাও। আমি আশীৰ্বাদ করি তুমি পাবে। পুষ্প যতীনকে দেখিয়ে বল্পে—একে আশীৰ্বাদ করুন। ইনি শীঘ্র পুনর্জন্ম গ্রহণ করবেন। আদেশ হয়ে গেছে । রঘুনাথ যতীনের দিকে ভাল করে চেয়ে বল্পেন-পুনর্জন্ম হচ্চে ? খুব ভাল। ভগবানে মন যেন থাকে আঁশীৰ্বাদ করচি । পুনর্জন্মে ভয় কি, যদি কৃষ্ণপদে মতি থাকে। যতীন পুষ্প ভিন্ন উপস্থিত সকলের পাদস্পর্শ করে প্রণাম করলে । পুষ্প বল্পে—প্ৰভু, আবার আপনাদের দেখা ইনি পাবেন ? সন্ন্যাসী বল্পেন—নিশ্চয়, দেহ অস্তে। আমরা আর কোথায় যাচ্চি । রঘুনাথ বল্পেন-ইচ্ছা করে প্রভু, আর একবার পৃথিবীতে জন্ম নিয়ে ভক্তিধর্ম প্রচার করে আসি। জীবের বড় কষ্ট । দেখে শুনে বড় কষ্ট পাই । জীবের মঙ্গলের জন্য প্রয়োজন বুঝলে একবার ছেড়ে শওবার যেতে প্রস্তুত আছি । সেদিন মহাপ্রভুকে বলেছিলাম, উনি বজেন—এখন পৃথিবীতে অন্য সময় এসেচে, লোকজনের অন্যপ্রকার মতি। এখন আমাদের পূর্বতন পন্থায় কাজ হবে না। গ্রহদের বৈশ্ৰবণ এ বিষয়ে সেদিন মহাপ্ৰভু ও আরও উষ্ণ