পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ বিভূতি-রচনাবলী মুগ্ধ। শহরে ইলেকট্রিক আলো জলচে, মোটর যাচ্চে ধুলো উড়িয়ে, লোক গিজগিজ করচে। চানাচুরওয়ালা স্বর করে মোড়ে দাড়িয়ে সওদা ফিরি করচে। গোপালের মন্দিরের আরতির সময়ে কত অশরীরী ভক্ত, কত জ্যোতির্ময় আত্মা সেদিনকার মত মন্দিরের মধ্যে উপস্থিত । অনেকে স্বৰ্গীয় পুষ্প বিগ্রহের অঙ্গে বর্ষণ করতে লাগলেন আরতির সময়ে । পুষ্প চেয়ে দেখতে দেখতে ওঁদের মধ্যে করুণাদেবীকে দেখে চমকে উঠলো। আরও একটি দেবী আছেন ওঁর সঙ্গে । দুজনে মন্দিরের এক কোণে সাধারণ গৃহস্থঘরের নারীদের মত শাস্তভাবে দাড়িয়ে আরতি দর্শন করচেন । পুষ্পকে তারা ডাকতেই সে কাছে গেল । পুপ দেখলে, অপর দেবীটি তারই পূর্বপরিচিত প্রণয়দেবী । 职 প্রণয়দেবী বল্লেন—অনেকদিন তোমায় দেখিনি। আরতি শেষ হয়ে যাক, বাইরে চলে, क५ी यांtछ् । r সঙ্গে সঙ্গে পুষ্পের মনে পড়লো কেবলরাম কুণ্ডুর কথা । প্রণয়দেবীর ‘অনেকদিন দেখিনি এই কথাতে ওর মনে পড়লো । সেই নিম্নস্তরের বিষয়াসক্ত আত্মাকে সে দাদু বলে ডেকেচে । অথচ অনেকদিন তার কাছে যাওয়া হয়নি বটে। তাকে আজ এখুনি বৃন্দাবনে এনে গোপালমন্দিরে আরতি দেখাতে হবে । ধন্য হয়ে যাবে কেবলরাম —স্বৰ্গ-মর্তের মিলনভৃগু এভাবে দেখার সৌভাগ্য আর তার হবে না । 聯 আচ্ছ, আশী-বোঁদিকে আনলে হয় না ? ধন্ত হয়ে যায়, উদ্ধার হয়ে যায় একদিনে সে । করুণাদেবীকে সে কথাটা জিজ্ঞেস করলে । দেবী বল্পেন—আশার আধ্যাত্মিক বুদ্ধি এখনও স্বপ্ত। গভীর ঘুমে আচ্ছন্ন সে, দেখেও দেখবে না এ সব । অত সহজে পাপী উদ্ধার হয় না পুপ, তাহােলে আমরা বসে থাকতাম না-নৱকু উজাড় করে পাপী হাজারে হাজারে নিয়ে এসে ফেলতাম । পুষ্প লজ্জিত হোল । প্রণয়দেবী বল্পেন—তোমাদের তিনজনের ওপর আমার দৃষ্টি বহু জন্ম আগে থেকে রেখেচি । এখনও অনেক গতাগতি ৰাকি ওদের দুজনের। পুনর্জন্ম ভিন্ন আশার আত্মা কিছুতেই কর্মক্ষয় করতে পারবে না । তুমি ব্যস্ত হয়ো ন! পুপ, ষা করবার তিনিই করবেন। আমরা তার দাসী মাত্র । " পুষ্প ওঁদের অনুমতি নিয়ে চক্ষের নিমেঘে কেৰলরামের স্তরে এসে দেখলে, বৃদ্ধ সেখানে নেই। তবে বোধহয় আৰাৱ কুডুলে-বিনোদপুরে ওর ছেলেদের আড়তে গিয়ে বলেচে । কিন্তু একা যেতে পুষ্পের বড় ভয় করে । পৃথিবীর স্থল স্তরে নিম্নশ্রেণীর দুষ্ট আত্মাদের উপদ্রব বড় বেশি, এরা অনেক সময় দেহধারী ও বিদেহী সকলকেই বিপদে ফেলবার চেষ্টা করে। বৃন্দাবনে ছিল এতক্ষণ, পৃথিবীর হোলেও সে একটা পবিত্র দেবস্থান, ওখানে প্রেতযোনির উপস্রব খুব কম । ভগবানের নাম স্মরণ করে সে কুডুলেবিনোদপুরে কুণ্ডুদের গদিতে এসে দেখে বৃদ্ধ কেবলরাম তার বড় ছেলে বিনোদের পাশে হাতবাক্স সামলে বলে আছে। সন্ধ্যার সময়, হাটুরে খরিদ্ধারের