পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান »ግ© ভিড় দোকানে । বিনোদের দুই কর্মচারী হেঁকে বলচে-ছুজোড়া ফুলন শাড়ী, ছ’ নং— বিনোদ খাতায় টুকতে টুকতে মাথা তুলে ৰলচে–টাকা না লোটু ? து:” খরিদদার বলচে-আজ্ঞে লোট্‌ কুণ্ডু মশায় । দু'মণ পাট ব্যাচলাম রাম তেলির আড়তে --সব লোটু দেলে । লোট এখন ক'নে ভাঙাতি যাই আপনাদের দোকান ছাড়া ? বাবু, কিছু কম নেন দামটা । বিনোদের কিছু বলবার পূর্বেই তার পাশ্বোপবিষ্ট কেবলরাম বলে উঠলো—ওতে লাভ নেই এক পয়সাও । তুমি পুরোনো খদের বলে শুধু কেনা-দামে দেওয়া । পুষ্প বুঝতে পারলে, এ অতি কপট কথা । বুদ্ধের মন বলচে জোড়াপিছু দেড় টাকা লাভ হয়েচে এই পাড়াগায়ে মূর্থ খন্দেরের কাছে । এই সময় বিনোদ বঙ্গে –যাও, দু'আনা কম দাণ্ডগে জোড়ায়, তুমি পুরোনো খন্দের, তোমার সঙ্গে অন্তরকম । কেবলরাম পুত্রের ওপর চটে উঠে বরে—তবেই তুমি ব্যবসা করেচ! খন্দেরের এক কথায় অমনি জোড়ায় দু’ আনা ছাড় ! অবিপ্তি ওর কথা দোকানদার বা খরিদার কেউ শুনতে পেল না । পুষ্প ওর পাশে গিয়ে ডাকলে—ও দাছ্‌ ! পুষ্পের কণ্ঠস্বর শুনে বৃদ্ধ চমকে উঠে ওর দিকে চাইলে । পুষ্প হাসিমুখে বল্পে— আচ্ছা, কেন এই সম্বেবেল বসে বসে মিথ্যে কথাগুলো বেমালুম কইচ দ্বাছ ? ছিঃ– কেবলরাম অপরাধীর স্যায় উঠে দাড়ালে । পুষ্প বঙ্গে—আবার তুমি এই দোকানে এসে বসে অাছ। পৃথিবীর আসক্তি তোমার গেল না ? কি হবে তোমার দোকানপসার আর খদ্দেরে ? টাকার লাভলোকসানেই বা তোমার কি হবে ? কেবলরাম বিষন্নভাবে বল্পে—যাই কোথায় দিদি বলো ? এই গদি আর আড়ত ছাড়া গত পঞ্চাশ বছর আর কিছু চিনিনি। কোথাও ভাল লাগে না। এখানটাতে এলে পুরোনো অভ্যেসের বশে আড়তের কাজ করে যাই । নইলে কি করি বলে ? তুমিই তো দিদি দর্শন দ্বাওনি কতদিন । —আচ্ছা এখুনি চলো আমার সঙ্গে—দেরি ক’রো না, বেরিয়ে এসে । মুহূর্তের মধ্যে কেবলরামকে নিয়ে পুপ গোপাল মন্দিরে এল। ৰূপধুনার স্বৰ্গন্ধি মে মন্দিরের গর্ভগৃহ ভরে গিয়েচে, আরতি তখনও পূর্ববৎ চলচে–পাচমিনিটের জন্য মাত্র পুপ অনুপস্থিত ছিল। কেবলরাম পুষ্পের রূপায় সজ্ঞান অবস্থায় আছে, জ্যোতির্ময় মহাপুরুষদেরও সে দেখে ভয়ে সম্ৰমে আড়ষ্ট হয়ে গিয়েচে। সন্ন্যাসীর তেজ:পুঞ্জ জেহকান্তির দিকে আড়ে আড়ে চেয়ে দেখলে। আরতির শেষে যখন সবাই মন্দির-দ্বারপথে বেরিয়ে আসচে, তখন একজন বিদেহী ভক্ত ক্ষেমদামকে জিজ্ঞেস করলে—প্ৰভূ, শুনেচি বৃন্দাবনে যমুনাতীরে জ্যোৎজারাত্রে ঐকৃষ্ণের নিত্যলীলা হয়—আমি কি দেখতে পাবো? আমি এখানে নতুন এসেচি। ক্ষেমাস বনে—আপনি গিয়ে দেখতে পারেন। লোকে দেখে অনেকে, ভাগ্যবান ভক্ত হওয়া চাই । কেবলরাম অবাক হয়ে পুপকে ৰঙ্গে—এটা কোন জায়গা দিমি ?