পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান Sw & —ও মা–কত কাল পরে এলি তুই ? ভাল আছিল সই ? বীণার বিয়ে হয়নি, সি“থিতে সিদুর নেই। বীণা এসে ওকে জড়িয়ে ধরলে কত অাদরে । আশা আনন্দে ও উৎসাহে অধীর হয়ে উঠলো। বীণাকে বল্লে—সই, তুই আমাকে ধরে রাখ, ভাই । কোথাও যেতে দিস নি। --না, থাকৃ এখানে । কোথাও যেতে দেবো না— —ভাই, এ সত্য না স্বপ্ন ? —কেন রে ? ' —আজকাল আমার কি যে হয়েচে, কোনটা স্বপ্ন, কোনটা সত্যি বুঝতে পারিনে। দুটোতে কেমন যেন জড়িয়ে গিয়েচে । —না ভাই। ওই সেই দুর্গাপিড়ি-পাত কাটালতলা । আমাদের ইতুপুজোর ঘট ওখানে সাজানে আছে। এখন সন্দেহ গেল রাজকুমারী ? —ঠাট্ট করিস নি । আমার ভয়-ভয় করে সর্বদা । কি হয়েচে আমার বলতে পারিস ? —তোর মাথা হয়েচে । নে, আয় দুটো মুড়ি আর ফুট্‌-কলাই ভাজ খা । তুই ভালবাসিস —মনে আছে ? —খুব । সারাদিন দুই সইএ কত গল্পগুজব কতকাল পরে । সব ভুলে গিয়েচে আশা—সে পবিত্র, পবিত্র । সামনে তার মুদীর্ঘ জীবন পড়ে আছে। সইএর সঙ্গে গল্পে কত ভবিষ্যৎ জীবনের রঙীন স্বপ্ন জাকে সে রজনী ডাক্তারের বাগানের বাতাবীলেবুতলার ছায়ায় বসে। শ্বশুরবাড়ী হবে পাড়াগায়ে বড় গেরস্থ ঘরে, আট-দশটা ধানের গোলা থাকবে বাড়ীতে, সে বাড়ীর বেী হিসেবে সন্ধ্যাপ্রদীপ দেখাবে গোলার সামনে বেদীতে , ধান মেপে মেপে গোলায় তুলবে। স্বামী হবে উকিল বা ডাক্তার। সারাদিন পরে খেটেপুটে এসে বলবে—ও বড়-বোঁ—আলো দেখাও— বীণা হাসে । সেও তার মনের কথা বলে । o গ্রামের একটি ছেলেকে সে ভালবাসে। যদি তার সঙ্গে বিয়ে হয়— ওসব কথা কেন ? ও কথা সে শুনতে আসেনি। তবুও সে জিজ্ঞেস করলে-কে ভাই ছেলেটি ? —ব্রাহ্মণ । সত্যনারাণ চাটুয্যের মেজছেলে । তাকে দেখাবো একদিন । যতক্ষণ সে সইএর বাড়ী রইল, সে হয়ে গেল একেবারে ঠিক তেরো চোদ্দ বছরের সরল মেয়েটি। কিন্তু সন্ধ্যা হয়ে এল। কাটালতলায় ছায়া পড়লো, রাঙা রোদ একটু একটু দেখা যায় গাছের তলায়। এ সময়ে আশাকে বাড়ী ফিরতে হবেই। সইকে বল্লে--আমার সঙ্গে একটু এগিয়ে চলনা আমাদের বাড়ী পর্যন্ত সই ? —চল এগিয়ে দিয়ে আলি– * বঁাশবাগানের তলা দিয়ে অন্ধকার সন্ধ্যার পথে দুই সই-এ চলেচে। ওই জামাইবাৰুদের বাড়ীটা। বড়দি এতক্ষণ চা করে নিয়ে বসে আছে ওর জন্তে ।