পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখণ্ড 96t খেতে বসবার সময়ে দিদি আবার বললে-এইবার নিশ্চয় বিষ্ণু-ফা খেতে বসেছে, বলে আয় । আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে—কোথাও দেখলামলা । তুমি কাল খাও নি কেন আমাদের বাড়ী ? —খাই নি কেন, তোর কাছে এখন কৈফিয়ৎ দিতে পারি নে, যাঃ– মালতী ঘাড় দুলিয়ে বললে—আহা, কথার ছিরি দ্যাখে না ! আমি ভালর জন্তে বলতে গেলুম— —যা, ভালর জন্তে বলতে হবে না, খুব হয়েছে। —বর দেখেছ ? —একবার একচমক দেখেছিলাম। ময়দা মাখছিলাম গোয়ালের চালায় আমি আর নটবর —বর দেখি কখন ? তোর দিদি চলে গিয়েছে ?••• —এই এখন গেল, যাবার সময় দিদি বললে—দেখে আয় বিষ্ণু দা বাইরে আছে কি না। আমি মরি ছুটোছুটি করে একবার ঘর একবার বার। দিদি চোখের জল ফেলছিল তুমি খাও নি বলে—জান ? —হয়েছে, যা— কতকালের কথা সব । তারপর স্বদীর্ঘ ষোলটি বছর কেটে গিয়েছে। ধুতরোবেড়ে গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দির বিয়ের কয়েক মাস পরেই। বাবা মারা গেলেন, মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে। গ্রামের খড়ের ঘর অযত্বে ভেঙে চুরে ধূলিসাৎ হল । 穩 হঠাৎ বিষ্ণু চমকে উঠল। চোদ-পনের বছরের কিশোরী নন্দি দোরের কাছে দাড়িয়ে—সেকালের মত মৃদ্ধ মধুর স্বরে জিজ্ঞেস করছে, আপনাকে কি এখন খাবার দেওয়া হবে, মা জিজ্ঞেস করলেন— —\8 1- ~~\sl— ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধ হয় হাসি পেল। ঠোঁটের প্রাস্তে হাঁসি চেপে বললে —খাবেন এখন ? —তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে ? 一毫升 1 莺 —নাম কি তোমার খুঁকি ? —তুলসী। —এখানে একটু বস না। খাব এখন একটু পরে। আচ্ছ, তোমার বাবা মা এ কি রকম নাম রাখলেন তোমার ? তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম। তোমার নাম তুলসী হলে কি মানায় তোমার নাম হবে রেব, রেখা, সিগ্র, অনীতা, নিদেনপক্ষে