পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখণ্ড &3 —বেশ নাম। পড় ? -éह । —গান জান ? -éह । রাধামোহন হেসে বললে -তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রামা ? বালিকা ঘাড় নেড়ে জানায়—সে জানে । —ওই একটা ভাল গুণ রয়েছে তোমার। কি কি রান্না জান ? -म-३ । - —সব ? বাং, বেশ খুকি তুমি । বস । বালিকা সলজভাবে ঘাড় নেড়ে বললে—না, বসব না। — কেন ? কাজ আছে ? — না । —তবে বস । -না, আমি যাই । তুমি খেয়ে এপ । —যাচ্ছি। ভাত হয়েছে ? —তোমার খুব খিদে পেয়েছে – না ? যাও খেয়ে এস । রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে-বাড়ী খেতে গেল। . ভৈরব বাড়ুজ্যে বললেন—এস বাবাজি, এস। রান্নাও হয়ে এল প্রায় । রাধামোহন বললে—হ্যা, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে— খাওয়া-দাওয়া করে রাধামোহন চলে এল। এক নির্জন বাড়ীতে তার বেশ লাগে, তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃপ্তচরণে এখানে বিচরণ করেন । এই বাড়ীতে তার পিতামহ বাল্যকালে খেলে বেড়িয়েছেন। তার পিতামহী নববধুরূপে প্রথম এসে দুধে-আলতার পা রেখে দাড়িয়েছেন এ-বাড়ীর প্রাঙ্গণে । আজ তারা বিদেশে গিয়ে বড় ৰাড়ী ফেদে বাস করছে, দেশকে ভুলেছে । ’ ● গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অহুযোগ করেন—কেন আমাদের ছেড়ে চলে গেলে ? কি করেছিলাম আমরা ? পরদিন সকালে উঠে সে নিজের জমিজমা নিয়ে ব্যস্ত রইল, সারাদিন কাটল সে ভাবে । রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাড়াল।. প্রথমটা রাধামোহন টের পায়নি—বড় লাজুক মেয়ে, নিঃশষ চরণে কখন এসে যে #ाफ़ॉब्र ! রাধামোহন বললে—ও খুঁকি ?