পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

org বিভূতি-রচনাবলী →কি ব্যাপার ? বাড়ী কোথায় ? হাফেজ মণ্ডল বললে—বিপদে পড়ে অ্যালাম বাবুর কাছে । বডড বিপদে পড়ে গিয়েছি। খুনের ফ্যালাদ । , রামলালবাবু প্রবীণ মোক্তার। মোক্তারী ব্যবসায় চুল পাকিয়েছেন—শক্ত কেসে লোক যখন পড়ে, তখন দিগ্বিদিগঙ্গানশূন্ত হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। স্বতরাং একটা সিগারেট ধরিয়ে (প্রবীণ হলেও রামলালবাবু তামাক খান না, সিগারেটখোর) জারাম করে টান দিয়ে গভীরভাবে বললেন—খুন ? কি রকম খুন ? হাফেজ ইচুর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে—এই লোকের বোঁকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। (i. —ওর নাম কি ? —ইচু | —ও রাত্রে কোথায় ছিল ? —বাড়ীতেই শুয়ে ছিল বাবু । —বেী-এর স্বভাবচরিত্র কেমন ? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল—তার মুখ দিয়ে আর ও কথা ৰার হয় কেন ? বছিরদি শেখ পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে নিয়ে বললে—বাৰু, ভাল না। ইচু অবাক হয়ে বছরঙ্গির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাবচরিত্র ভাল ছিল না ? কই, একদিনও তো সে কিছু জানে না । সে নিমির স্বামী, সে-ই কেবল জানে না, আর সবাই জানে ! হাফেজ চুপ করেই রইল। বছিরদ্ধি বলে যেতে লাগল—বাৰু, এ লোক বড় ভালমানুষ— নিরীহ ভালমানুষ। ও কিছু জানে না এসব কথা। খুনও ও করেনি। রামলাল মোক্তার বাধা দিয়ে ধমকের স্বরে বললেন—তুমি কি করে জানলে ? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি ? যা তুমি জান তাই বল ; যা জান না, তা নিয়ে জ্যাঠামি করো মা ! যাও বল ওখানে । পরে হাফেজের দিকে চেয়ে বললেন—তুমি কি জান বল মোড়ল । ৰছিয়দ্ধির মবস্থা-বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে— অজ্ঞে বাৰু যা বলছেন, অতি লেহ্য কথা। তবু ইচু আমাদের লোক ভাল। সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞেস কর, সৰাই একথা বলবে। স্বামলালবাবু সিগারেটে টান দিয়ে বললেন—ঘটনা বল। . হাফেজ ঘটনা বর্ণনা করলে। চুমণ্ডলের মুখে যা সে গুনেছে। জন খেটে এসে অধোরে DDBBBS BBB BB BBB B DHDMS B BBBBB BB BBB BB BBBB কি হয়েছে না হয়েছে কিছু জাল"। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল। कर्णकृ1-क्षिांश इब्रनि । . *