পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b বিভূতি-রচনাবলী পারেন নাই। সবই ইউরোপ নয় । নীরেনবাৰু চাহিয়ুচিন্তিয়া স্থানীয় প্রসিদ্ধ ব্যবসায়ী ধনী গোপাল পালেদের পুরানো ১৯১৭ *সনের মডেলের গাড়ীখানি যোগাড় করিয়াছিলেন । তাহাতেই সকলে মিলিয়া চড়িয়া মিউনিসিপ্যাল হলের দিকে অগ্রসর হইলেন । গাড়ীতে উঠিবার সময় দেখা গেল তখনও বছলোক স্টেশনের গেটের দিকে ছুটিতেছে। একজন কে বলিতেছিল,—“গাড়ী অনেকক্ষণ এসেছে, ঐ দেখ লেগে আছে প্ল্যাটফর্মে । শীগগির ছোট ।” ভিড়ের মধ্যে কে উত্তর দিলে,-“এখান দিয়েই তো বেরুবেন, আর ভিড়ের মধ্যে গিয়ে দরকার নেই। বডড ভিড় । ও তো চেনা মুখ । দেখলেই চেনা যাবে। কত ছবিতে দেখা আছে। সেদিনও "মিলন’ ফিলমে—” ' আইনস্টাইন কৌতুকের সঙ্গে বলিলেন,—“এরাও ছুটেছে স্টেশনে বুঝি ? ওরা জানে না যাকে দেখতে চলেছে সে তাদের সামনেই গাড়ীতে উঠেছে। বেশ মজা, না ? মিঃ মুখার্জি, এখানে ইউনিভার্সিটি কোন দিকে ?” সৌভাগ্যক্রমে ভিড়ের মধ্যের একটা লোক আইনস্টাইনের গাড়ীর সামনে আসিয়া চাণ পড়-পড় হওয়াতে হঠাৎ ফুটব্রেক কষার কর্কশ শব্দের ও এই এই গেল গেল’ রবের মধ্যে র্তাহার প্রশ্নটা চাপ পড়িয়া গেল। স্টেশন ও ভিড় ছাড়াইয়া কিছুদূর অগ্রসর হইতেই মোড়ের মাথায় শ্ৰীগোপালবাবু ও নীরেনবাবু নামিয়া গেলেন । রায় বাহাদুর বলিলেন,-“এখুনি আসবেন ভো ?” শ্ৰীগোপালবাবু কি বলিলেন ভাল বোঝা গেল না। নীরেনবাবু বলিলেন, “ওখানে ওদের পৌঁছে দিয়েই আসছি। আর কেউ বাড়ীতে লোক নেই মেয়েদের নিয়ে যেতে। টিকিটে এত গুলো টাকা যখন গিয়েছে—” ঐ সামনেই মিউনিসিপ্যাল হল । স্টেশনের কাছেই । কিন্তু এ কি ? সাড়ে পাচটা সময় দেওয়া ছিল। পৌনে ছটা হইয়াছে, কেউ তো আসে নাই। জনপ্রাণী নয়। কেবল মিউনিসিপ্যাল অফিসের কেরানী জীবন ভাদুড়ি একটা ছোট টেবিলে অনেকগুলি টিকিট সাজাইয়া শ্রোতাদের কাছে.বিক্রয়ের জন্ত অপেক্ষা করিতেছে । 亂 মোটর হলের সামনে আসিয়া দাড়াইতে আইনস্টাইনের হাত ধরিয়া নামাইলেন রায় বাহাদুর। মুখে হাসি ফুটাইবার চেষ্টা করিয়া বলিলেন,—“হে বৈজ্ঞানিকশ্রেষ্ঠ, স্বস্বাগতম। আমাদের রানাঘাটের মাটিতে আপনার পদার্পণের ইতিহাস স্ববৰ্ণ অক্ষরে অক্ষয় হয়ে বিরাজ করুক—আমরা রানাঘাটবাসীরা আজ ধন্য ।” চকিত ও উদ্বিগ্ন দৃষ্টিতে শূন্তগর্ত হলের দিকে চাহিয়া দেখিলেন সঙ্গে সঙ্গে। লোক কই ? রানাঘাটবাসীদের অন্যান্ত প্রতিনিধিবর্গ কোথায় ? 囑 আইনস্টাইন বিস্থিত দৃষ্টিতে জনশূন্ত হলের দিকে চাহিয়া বললেন,—“এখনও আসেনি কেউ ? গৰ স্টেশনে ভিড় করছে। মিঃ মুখার্জি, একটা ব্ল্যাক-বোর্ডের ব্যবস্থা করতে হবে যে। বকৃতার সময় র্যাকবোর্ডে আকবার দরকার হবে।” DD BBBBS DDD DDDD BBB BDS DDDB BB B BBBB S DD