পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধু মাষ্টার ২৩ নবীনদা বলিলেন--কি রকম বড় বংশে জন্ম আপনার ভাই বলছি—ডোগরা রাজপুত যোদ্ধা জাত কিনা ! so মূলে বলিল—যাক, মিঃ বোস, একটু চা খাওয়ার যোগাড় হয় না ? চা না খেলে আর তে চলে না । মন্দির হইতে নামিয়া রামটেকের বাজারে চায়ের দোকানে চা পান করিয়া নাগপুরে ফিরিলাম। এত ভাল ভাল জিনিস যে সারাদিন ধরিয়া দেখিলাম, মূলে সেসব সম্বন্ধে একটি কথাও বলিল না। তাহাব যতসব বাজে গল্প আর অনবরত বকুনির জন্ত আমরা নিজেদের মধ্যেও কিছু আলোচনা করিবার অবকাশ পাইলাম না। পরদিন সকালবেলা মূলো আসিয়া হাসিমুথে বলিল—আপনাদের ওবেলা আমার সঙ্গে যেতে হবে । - .জিজ্ঞাসা করিলাম—কোথায় ? —মিস সোরাবজির বাড়ীতে চায়ের নিমন্ত্রণ । —আমরা কেন ? —আপনাদের নিয়ে যাবার জন্যে আমাকে অনুরোধ করেছেন ওঁর বাবা । আমরা বিকালে সাজগোজ করিয়া বসিয়া আছি, মূলে আর কিছুতেই আসে না। নবীনবাৰু বলিলেন,—ওহে, মূলোটার মতলব শুনে আমাদের হাইল্যাণ্ড ড্রাইভে বেড়াতে যাওয়া বন্ধ হয়ে গেল দেখছি । ও এল না। এমন সময় মূলো আসিয়া হাজির হইল—সে নিখুঁত সাজপোশাক করিয়া কোটের বোতামে গোলাপ ফুল গুজিয়া রুমালে এসেন্স ঢালিয়া জাসিয়াছে এবং বোঝা গেল যে সে কিছু পূর্বে নাপিতের দোকান হইতে চুলও কাটিয়া আসিয়াছে। মিস সোরাবজির পিতা এখানকার ডাক্তার। পূৰ্ব্ব হইতেই তাহার সহিত আমাদের পরিচয় ছিল—বৃদ্ধ অতি অধায়িক লোক। দেখিলাম তিনি শুধু আমাদের তিনজনকে চ পার্টিতে নিমন্ত্রণ করিয়াছেন তাহী নহে, শহরের আরও আট-দশটি ভদ্রলোককে বলিয়াছেন—ৰ্তাহার পুত্রের জন্মতিথি উৎসব চা-পার্টির আসল কারণ। মিস সোরাবজি আঠার-উনিশ বছরের একহারা মেয়ে, আমরা তাহাকে অনেকবার দেখিয়াছি। খাড়ার মত উচু স্বচালনাকের জন্য কোনদিনই মিস সোরাবজিকে বিশেষ সুন্দরী বলিয়া আমার মনে হয় নাই—যদিও রং বেশ ফরসা ও গলার স্বর কষ্টকৃত মেমসাহেবিয়ানার দোষমুক্ত না হইলেও মন্দ নয়। মেয়েটি নাকি লেখাপড়াতে ভাল । একটা জিনিস লক্ষ্য করিলাম আমরা দুজনেই। মিল সোরাবজি মূলোর প্রতি বিশেষ আকৃষ্ট—অস্তুত হাবভাবে আমাদের তাহাই মনে হইল। বাহিরের বারান্দায় দুজনে নির্জনে মাঝে মাঝে যাইয়া দাড়াইতে লাগিল। মুলোর এতটুকু ইচ্ছাও যেন মিস সোরাজি তখনই পূর্ণ করিতে ব্যগ্র। অতিথির প্রতি যতটুকু কৰ্ত্তব্য করা উচিত শেষ করিয়া মেয়েটি মূলোকে