পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধু মাষ্টার 6:X —এই ষে মুরেশ ! খবর কি ? —ভাল লাগে না সার একটুও এখানে। আমুন কোথাও বসে গল্প করা যাক। আমুন আমার সঙ্গে । o কিছুদূর গিয়া একটা চারিদিক খোলা চালাঘর। ছোকরা বলিল—এই হল গায়ের বারোয়ারী ঘর, অর্থাৎ টাউন হল । 3مامبے —দেখুন তো যত সব চাষার কাও ! এমন গায়ে ভদ্রলোক থাকে ? —ত তো হল, ঐখানে বসবে নাকি ? কি পেতে বসবে এখানে ? —দাড়ান, নবীনের বাড়ী থেকে দুটাে বিচুলি নিয়ে আসি। তা ছাড়া আর কি পাতি বলুন। কিছুক্ষণ পরে ছোকরা বিচালি হাতে ফিরিয়া বলিল, একটু চায়ের বন্দোবস্ত করে এলাম। নবীনের বাড়ী বলে এলাম-এধুনি করে দিয়ে যাবে। ওরা জাতে কাপালী। আপনি যেন দাদাবাবুকে বলবেন না গিয়ে। দাদাবাবু বড় বকে আচার-বিচের খুব কিনা ? বডড গোড়া—ভেরি অর্থোডক্স । বলিলাম—ও । ছোকরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া হঠাৎ কোনও কথা মনে পড়িবার ধরনে বলিল—আমি আজ পাড়াগায়ে আছি বটে, কিন্তু দাদা বড় বড় লোকের সঙ্গে—আচ্ছ আপনি ল্যাম্বেথ সাহেবকে চিনতেন ? আমি তাকে ক্যালকাটা পুলিশ ক্লাবে দেখেছি সাত হাতের মধ্যে । জে. সি. ল্যাম্বেথ, ইনটেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল অফিসার ছিলেন, ইদানীং ডি আই জির পালেণনাল য়্যাসিস্ট্যাণ্ট হয়েছিলেন—সাড়ে সাত শ টাকা মাইনে। সবিস্ময়ে বলিলাম—বল কি ! সাত হাতের মধ্যে ? পুলিশ ক্লাবে কি জন্তে গিয়েছিলে ? অতীত গৌরবের দিনের স্থতি মনে পড়াতে মানুষের মুখে যে আনন্দের রেখা ফুটয় ওঠে, ছোকরার সারা মুখমণ্ডলে তাহা পরিস্ফুট হইতে দেখিলাম। সে স্বল্পভরা চোখ আকাশের দিকে তুলিয়া বলিল—কুণ্ডু য়াও সন্স কেটারার ছিল পুলিশ ক্লাবের য়াহুয়েল গ্যাদারিংএ ; কুণ্ডুদের বড় ছেলে হরিচরণ আমার বুজম্ ফ্রেও কিনা! তারা একখানা করে কার্ড দিত, এতবড় কার্ড, সোনার জলে নাম লেখা। আমি দু বার গিয়েছি। গ্র্যাও হোটেলে গ্যাদারিং হত। আমি প্লেটে কেক দিতে গেলাম, আমায় হিউজেস বললে—নো মোর, থ্যাঙ্ক ইউ ! 動 —হিউজেস সাহেব আবার কে ? —জোসেফ হিউজেস, ম্যাক-আর্থার কোম্পানির বড়সাহেব—ওই যে ক্লাইভ ষ্ট্রটে পাচতলা মস্ত বড় বিল্ডিং—সাত শ ক্লার্ক খাটে ডার আণ্ডারে । এই গোফ, চোখ দুটো দেখলে ভয় করে, বাঘের জাত। সে কিন্তু কেমন হেসে বললে—নো মোর, থ্যাঙ্ক ইউ। আচ্ছ, ওরা এমনি খুব ভদ্রলোক, কি বলেন ? --নিশ্চয় নিশ্চয়, বাঃ