পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছায়াছবি 靴 আটটা বাজল্লো ! এখনো তিন ঘণ্টা । এগারোটার ক্লাস । দশটা বাজলে অমনি শুরু হলে । কিছুতেই মনকে শান্ত করতে পারি নে । প্রতিদিন ভাবি, আজ কলেজে গিয়ে ওর সঙ্গে সব কথা খুলে বলবো। কিংবা আশা করি ও আজ হয়তে আমাকে বলবে, চলুন আপনি ও আমি বেড়িয়ে আসি। কিছুই ঘটে না কোনে দিন । কি সব যন্ত্রণার দিন আমার গিয়েচে, এখনো মনে করলে আমার হৃৎকম্প হয় । ভগবানের কাছে বলি, অমন অবস্থা যেন অতি বড় শক্ররও না হয় । পুরো দেড়বৎসর সহ করলাম লে যন্ত্রণ l. সেকেও ইয়ারে উঠে ঠিক করলাম মেডিকেল কলেজ ছেড়ে দেবো। এরকম যন্ত্রণ। আর বেশি দিন সহ করতে পারবো না । অসহ্য হয়ে উঠেচে আমার পক্ষে । সত্যই অসহ হয়ে উঠেচে । বাড়ীতে বলে সব রাজি করলুম। বললুম ডাক্তারি পড়ায় মন নেই আমার । এবার মড়াকাটা শুরু হবে । মড়কাটা আমার দ্বারা হবে না। ছেডে দেবো মেডিকেল কলেজ। বিএসসি পড়বো । 象 尊 এই সময় একটা ঘটনা ঘটলে একদিন । আমার একটা নোট-বই চার-পাচদিন হোল নির্মলার কাছে ছিল । হঠাৎ ভাবলুম ওর হোস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসবে। খুব দুঃসাহসিক সঙ্কল্প । মেডিকেল কলেজের কম্পাউণ্ডের মধ্যেই মেয়েদের হোস্টেল । বেলা সাড়ে চারটে । কিছুক্ষণ আগে য়্যানাটমির ক্লাস শেষ হয়েচে । দেওয়ান বাহাদুর হীরালালবাবুর নাম-করা ক্লাস, টু শব্দটি করবার যে ছিল না কোনো ছাত্র বা ছাত্রীর। ফিরিঙ্গি ছাত্রগুলো পর্যন্ত চুপ করে থাকতে । 鬍 গার্লস হোস্টেলের দরজায় যেতেই দরোয়ান বললে—কাকে খুজচেন বাবু ? আমি বললামু-মিল নিৰ্মলা সরকার, সেকেও ऍञ्चांद्र । —নামঠে লিখ দিজিয়ে বাৰু ইল স্লিপ মে। মেট্রনকো পাস লে যানে হোগ । দরোয়ান স্লিপ নিয়ে চলে গেল মেট্রনের কাছে। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গিয়েচে । মুখ শুকুতে আরম্ভ করেচে। মনকে বোঝালুম, কেন ! আমি তো ছেড়েই যাচ্চি কলেজ । নির্মলার জন্তে আসি নি। আমি এসেচি আমার. নোট-বই নিতে । নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক ? বা রে, আমার নোট-বই আমি চেয়ে নেবো না , এতে আর কি হয়েচে ? নির্মলা কিছু মনে করে করুক। একটু পরে ঘরোয়ান দেখি ফিরে আসচে। আমার বুকের মধ্যে যেন গর্ত হয়ে খানিক বলে গিয়ে একটা ভ্যাকুয়ামেরু স্বষ্টি হোল হঠাৎ ৷ দরোয়ান কি বলবে? নির্মলা বিরক্ত হয়ে হয়তে বলে পাঠিয়েচে, এখানে কেন ? কাল ক্লাসে দেখা করবেন। ভারি বিরক্ত হয়েচে আমার ওপর। আমার নোট-বইয়ে আমার দরকার থাকতে পারে না ? জরুরি দরকার থাকতে প্লারে না ? তুমি বি. রূ. ৮ (২)—১০ 尊 $