পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছায়াছবি 8$ আমি তো অৰাক । আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের দিকে ঠেলে উঠচে । আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে নির্মলা দাড়িয়ে আছে, হাতে একটা ছাতি । আমি এগিয়ে গেলাম, কতকাল পরে দেখা ৷ ও হাত জোড় করে বুললে—নমস্কার, কোথায় আছেন, কি করচেন ? কতদিন পরে দেখা— 聯 —হঁ্যা-ইয়ে—তাই— —কি করচেন আজকাল ? —কলেজে প্রোফেসরি করি । ছুটির পরে এ পথে আসছিলাম, তাই, বৃষ্টি এল হাসপাতালের কাছে, ওই জায়গায়--তাই— —এম.এসসিতে তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন । বিলেত গেলেন না কেন ? আপনি তো স্টেট স্কলারসিপ পেতেন— —না, কি হবে গিয়ে ? পরক্ষণেই সংশোধন করে নিয়ে বললাম—বাবার শরীর খারাপ। আপনি এখানে কি করচেন ? 藝 —রেসিডেন্ট হাউস সার্জৈন । আমি তো আর বছর পাস করে বেরিয়েচি– নির্মলার দিকে চেয়ে দেখলাম ভাল করে। বালিকার চাঞ্চল্যের লেশমাত্র নেই ওর মধ্যে, এলেচে স্বন্দরী পূর্ণ যৌবনের দীপ্তি ও গাম্ভীর্ঘ। একটু যেন মোটা হয়ে পড়েচে—তবে আমারই চোখে পড়লো, অন্য কেউ হঠাৎ দেখলে ওকে মোটা বলবে না। মধুত্রতে পূর্ণিমার চক্সের পূর্ণত। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেচে আমি রোজ ওর হাসপাতালের পাশে দাডিয়ে থাকি ? আরও ক্লোনোদিন দেখেচে নাকি ? আমি বললাম—ভালো আছেন ? —মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন ? ক্লাসের মধ্যে সবচেয়ে ভাল ছেলে ছিলেন তো । আমি ওর কথা উড়িয়ে দেওয়া সূচক হেসে বললাম—ও কিছু না । কত ভাল ছেলে ছিল । আপনিও তো খুব ভাল ছাত্রী ছিলেন। আমার মড়া-কাটা পছন্দ হোল না। ও খপ করে একটা প্রশ্ন করে বসলো। এ প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিলে প্রশ্নটা করে। বললে—বিয়ে করেচেন ? —লা । আচ্ছা-নমস্কার--- • —দাড়ান, দাড়ান--ছাতিটা নিয়ে যান। ভিজচেন দেখে ছাতিটা নিয়ে এলাম। কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলুম ছাতি নিয়ে। নিজে ঘাই নি। ছাতি আন্তর হাত দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম ।