পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ মংবাদ পত্রে সেনকালেৰ কথা ( ১৫ জুন ১৮২২ । ২ আষাঢ় ১২২৯ ) কলিকাতার স্কুলবুক সোসৈফুিট –ইস্তাহার দেওয়া যাইতেছে যে ঐ সোসৈমিটার পুস্তকালয় ডোমটুলি অর্থাৎ মুরগীহাটহইতে উঠিয়া ধৰ্ম্মতলার পূর্ব দিকে নং ৬৯ মোকরর হইয়াছে । কলিকাতা স্কুল সোসাইটি ( ১৩ মার্চ ১৮১৯ । ১ চৈত্র ১২২৫ ) কলিকাভাস্থলসোসাইটি —আমরা শুনিয়াছি যে কলিকাতাস্থলসোট্রাইটি সকল বাঙ্গলা পাঠশালার উপকারার্থে চেষ্টা করিতেছেন এবং কলিকাতা শহরের মধ্যে যেখানে যতই পাঠশালা আছে তাহার তদারকাদি সকল শ্ৰীযুক্ত গৌরমোহন পণ্ডিত করিবেন ও গুরু মহাশয়েরা আপনারদিগের নাম ও জাতি ও শিষ্যসংখ্যা ও শিষ্যেরদিগের পাঠ ঐ পণ্ডিতের নিকট লিখাইবে। বোধ হয় যাদৃশ তাহারদের সাধ্য তদনুরূপ অভিধান ও গণিত এবং আর২ প্রকার পুস্তক সকল দ্বারা ঐ পণ্ডিত গুরু মহাশয়েরদিগের সাহায্য করিবেন। ( ২৯ মে ১৮১৯ । ১৭ জ্যৈষ্ঠ ১২২৬ ) স্কুল সোসৈমিটী –আমরা শুনিতেছি যে কলিকাভার স্কুল সোসৈমিটার শেষ সভাতে নিশ্চয় করা গেল যে এই সোসৈটি এক জ্ঞানী যুবা লোককে কাপতান আর্ট সাহেবহইতে পাঠশালার বিবরণ শিক্ষা করিবার জন্তে বৰ্দ্ধমান পাঠাইয়া দিবেন কেননা ই আট সাহেবের পাঠশালার যশ সকলে শুনিয়াছে। এই স্থিরানুসারে উইলার্ড সাহেব বৰ্দ্ধমানে গিয়াছেন আর ঐ স্থানে কতক বাঙ্গালি পণ্ডিত লোক তাহার নিকটে শিক্ষা করিয়া থাকেন এবং তাহারদের থোরাকাদির জন্যে মাস২ ছয় টাকা পান । আমরা শুনিতে পাইতেছি যে বড় জ্ঞানী পণ্ডিতের মধ্যে যদি কোন লোকের ইচ্ছা হয় তাহারাও যাইতে পারে, আর পরীক্ষা সময়ে তাহারা ছয় টাকা মাস২ পাইবেন তাহার পরে সকল পণ্ডিত লোকেরদের মধ্যে যে বড় উত্তম জ্ঞানী হইবেক সেই সকল লোক পাঠশালাতে উইলার্ড সাহেবের উপকার করিবেন ও তাহারদের যোগ্য বেতন পাইবেন। ( ৫ জুন ১৮১৯ । ২৪ জ্যৈষ্ঠ ১২২৬ ) স্কুল সোসৈয়েট —কলিকাতা স্কুল সোসৈয়েটার বাজে পাঠশালার গুরু ও বালকেরদিগের পরীক্ষার কারণ অনেক২ ভাগ্যবস্তু ইংরাজ ও শহরস্থ ভাগ্যবস্ত বাঙ্গালী ও পণ্ডিত ঐযুক্ত রাজা গোপীমোহন দেবের বাটতে ২০ জ্যৈষ্ঠ মঙ্গলবার একত্র হইয়াছিলেন পরে শ্ৰীযুক্ত