পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sෂ মংবাদ পত্রে মেনকালের কথা ( ৮ মার্চ ১৮২৩ ৷ ২৬ ফাল্গুন ১২২৯ ) বিদ্যার পরীক্ষা ॥–১৭ ফালগুণ বৃহস্পতিবার মোং কলিকাতায় শ্ৰীযুত রাজা গোপীমোহন দেবের বাটতে কলিকাতা স্কুলসোসৈয়িটির বালকেরদিগের পরীক্ষা হইয়াছিল তাহাতে শ্ৰীযুত হের সাহেব ও শ্ৰীযুত গৌরমোহন বিদ্যালঙ্কার ছয় ক্লাস অর্থাৎ শ্রেণী বদ্ধ করিয়া অতিক্ষুধারানুসারে বালকেরদিগকে উপযুক্ত স্থানে বসাইয়াছিলেন প্রথম শ্রেণীতে ৭৬ জন দ্বিতীয় পংক্তিতে ৬৫ জন তৃতীয় পংক্তিতে ৪৬ জন চতুর্থ পংক্তিতে ৩৫ জন বালক ইহার ক্রমে বর্ণবিদ্যাসের ও অঙ্কবিদ্যার ও শব্দার্থের ও ভূগোলবিদ্যার পরীক্ষা ভাবৎ ভাগ্যবন্ত বাঙ্গালী ও ইংরাজ ও বিবির সম্মুখে অতিস্থদরব্রুপে দিয়াছে এবং যে ৩০ জন বালক স্কুলসোসৈয়িটির বেতনস্বারা বিদ্যালয়ে অর্থাৎ হিন্দুকলেজে ইংরেজী বিদ্যাধ্যয়ন করে তাহার। অতিউত্তমরূপে পরীক্ষা দিল তাহার মধ্যে শ্ৰীহরমোহন বস্থ ও শ্ৰীক্ষেত্রমোহন মুখোপাধ্যায় ও শ্রীরূপনারায়ণ দে প্রভৃতি ইংরেজী গ্লোবের অর্থাৎ ভূগোলের ও দেশ বিভাগের এবং নানাপ্রকার ইংরেজী কবিতাদ্বারা পরীক্ষা দিলেন এই সকল পরীক্ষা শ্ৰীযুক্ত লার্কিন সাহেব স্বয়ং লইলেন এবং শ্ৰীযুক্ত হের সাহেবের নিজ পাঠশালার বালক ২০ জন ইংরেজী ও বাঙ্গালী বিদ্যার পরীক্ষা সুন্দররপে দিল । পরে স্ত্রীপাঠশালার কন্যার ১৫ জন ভাল মত পরীক্ষা দিল সৰ্ব্বস্থদ্ধ৷ ২৮৭ জন বালকের পরীক্ষ হইল ইহাতে সভাস্থ সকল ভাগ্যবস্ত বিবি ও সাহেব ও বাঙ্গালী যাহারা উপস্থিত ছিলেন তাহারা অতিশয় সন্তুষ্ট হইলেন। পরে শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ঐ সোসৈন্ধিটির ধন্তবাদ ও প্রশংসা করিয়া সকল মৰ্য্যাদাবস্ত ইংরাজ ও বাঙ্গালিকে উপযুক্ত সম্ভাষা ও সম্বৰ্দ্ধনাপূৰ্ব্বক বিদায় করিলেন। তদনন্তর ঐযুক্ত হের সাহেব ও ত্রযুত গৌরমোহন বিদ্যালঙ্কার বালকেরদিগকে যথোপযুক্ত পুস্তক ও শিক্ষকেরদিগকে পারিভোষিক টাকার টিকিট দিয়া বিদায় করিলেন এ সকল কৰ্ম্ম আড়াই প্রহর বেলার সময় আরম্ভ হইয়া ছয় দণ্ড রাত্রিকালে সমাপ্ত হইল । এই স্থলসোসৈয়িটি স্থাপন হওয়াতে বালকেরদের যত উপকার হইয়াছে এতাবৎ পূৰ্ব্বে ইওনের সম্ভাবনা ছিল না । বিশেষতো হিন্দুকলেজের ছাত্রেরদের ষেপৰ্য্যস্ত জ্ঞানবৃদ্ধি হইয়াছে তাহ বর্ণনা করিবার আবশ্বকতা নাই যেহেতুক ঐ ছাত্রেরদের মধ্যে গত বৎসর কেহ২ সংজ্ঞাস্ত ও বিশ্বস্ত পদপ্রাপ্ত হইয়াছে তাহারদের মধ্যে এক জন এক প্রধান দপ্তরে তজ মাকারক, আর এক জন মোং নাটোরের কালেক্তরি কাছারির প্রধান কেরাণী হইয়াছে এবং যাহারা এখন কলেজে আছে তাহারদের মধ্যে কতক বালক এই প্রকার কৰ্ম্ম পাইবার উপযুক্ত হইয়াছে। ঐ কলেজের বালকের অন্য লোকেরদের শিক্ষা দিবার নিমিত্তে আপনারদের মধ্যে এক পাঠশালা করিয়াছে। বৈকালে সেখানে তাহারা একত্র হইয়া অন্য২ বালকেরদিগকে বিনা মূল্যে বিদ্যা দান করে। অতএব বিদ্যা একের দ্বারা অন্তকে আশ্রয় করে ইত্যাদি ক্রমে বিদ্যার বৃদ্ধি ব্যতিরেকে হ্রাস কখনও হইবে না। র্যাহার