পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মেকাল্ডেনৰ কথা عسيا উমানন্দন ঠাকুর ও শ্ৰীযুত বাবু গুরুচরণ মল্পিক প্রভৃতি অনেক২ ভাগ্যবান বাঙ্গালির সাক্ষাতে বালকেরদিগের পরীক্ষা হইল। তাহাতে বালকেরা যেরূপ পরীক্ষা ইংরাজী ও বাঙ্গালায় দিল তাহ দেখিয়া সকল লোক আনন্দিত হইলেন এবং কহিলেন যে আমরা অনুমান করি এই সোসৈমিটার দ্বারা শিক্ষাতে বালকেরদের উত্তরোত্তর জ্ঞানের বৃদ্ধি হইবেক । পরে সোসৈমিটার সেক্টারি সাহেব বালকেরদের যথাযোগ্য অধিক২ মূল্যের ইংরাজী ও বাঙ্গালা পুস্তক প্রত্যেক জনকে পারিতোষিক ও মিষ্টান্নাদি সামগ্ৰী দিয়া পরিতুষ্ট করিয়া বিদায় করিলেন। এগ্রিকালচারাল এণ্ড হর্টিকালচারাল সোসাইটি -్క ; ( ৮ জুলাই ১৮২০ । ২৬ আষাঢ় ১২২৭ } কৃষিকৰ্ম্মাদি বিষয়ে সমাজ নিযুক্ত হওনের সমাচার –সংপ্রতি কৃষিপ্রভৃতি বিষয়ে সাহেবলোকেরা এক সমাজ নিযুক্তকরণের চেষ্টায় আছেন তদ্বিষয়ক এক পত্র ছাপা হইয়া সৰ্ব্বত্র প্রকাশ হইয়াছে তাহার ফলের বিষয় ও ধারার বিষয় সকলকে জ্ঞাত করান যাইতেছে । - সংপ্রতি এতদ্দেশে কৃষিকৰ্ম্মার্থক সমাজ নিযুক্ত হইলে অন্য সকল বিষয়ের মধ্যে র্তাহারা ভূমি উৎকৃষ্ট করণবিযয়েও মনোযোগ করিবেন অর্থাৎ যে রীতি উত্তম তাহ গ্রহণ করিবেন এবং ভূম্যর্থে কি প্রকার সার ভাল এবং সে সার কি প্রকার ভূমিতে কি প্রকারে দিলে ভাল হয় তাহাই স্থির করিবেন এবং কৃষিবিষয়ে উত্তম কৃষকেরদের পারিতোষিক দিবেন এবং জলযুক্ত স্থানের জল দূর করিয়া জল তাহাতে পুনৰ্ব্বার প্রবেশ না হয় এই২ সকল উপায় করিবেন এবং এক ভূমিতে বার২ ফসল যাহাতে উৎপন্ন হয় তদুদ্যোগ করিবেন এবং পশ্বাদির জাতি বৰ্দ্ধনার্থে এবং সুরক্ষার্থে মনোযোগ করিবেন এই২ রূপে র্তাহারা আপনারদের সংমিলিত জ্ঞানানুসারে কৰ্ম্মকাৰ্য্য করিবেন। অপর কোনো দেশের কৃষিবিদ্যা যে পূৰ্ব্বাপেক্ষ অধিক উত্তম হইতে পারে না ইহা কথন অত্যসঙ্গত যেহেতুক মন্থয্যের মধ্যে এমত কোনো বিদ্যা নাই ধে উত্তরোত্তর বদ্ধিত হইতে না পারে এবং যে দেশেতে শত২ বৎসরাবধি কৃষিকৰ্ম্ম একই রূপে আছে তদ্রুপ দেশে তাহা কত অধিক বা উত্তমীকৃত না হইতে পারে অতএব আমরা ইহা নিশ্চয় কহিতে পারি যে এতদ্দেশে কৃষিকৰ্ম্মবিষয়ে সকলি প্রায় উত্তম করণীয়। অপর বিদ্বানের সম্মিলিত হইয়া ভাবি সমাজের কোনো এক সংজ্ঞ নিরূপণ করিয়া কৃষিবিদ্যা এবং আরামবিদ্যা বৰ্দ্ধনার্থক এতদ্দেশে যে এক সমাজ নিযুক্ত করেন এ বিষয় অতিবাঞ্ছনীয়। অতএব তৎকাৰ্য্যসিদ্ধার্থে যে লোক তিন মাসে অষ্ট টাকা যত দিনপৰ্য্যস্ত স্বাক্ষর করিয়া দেন তত দিনপৰ্য্যস্ত তিনি সে সমাজস্থ হইতে পরিবেন এবং যিনি একেবারে চারি শত টাকা দেন তিনি যাবজ্জীবন তৎসমাজস্থ হইতে পারেন। ঐ সমাজের ধারা এইরূপ হইলে