পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ $క ( ৩১ ডিসেম্বর ১৮২৫ । ১৮ পৌষ ১২৩২ ) পরীক্ষা ॥—২৩ দিসেম্বর শুক্রবার কলিকাতার পুবৰ্ণনা গ্রিজার নিকট কলিকাতার পাঠশালার বালিকারদের বিদ্যার বাধিক পরীক্ষ হইয়াছে তাহাতে শ্ৰীশ্ৰীমতী লেডী আমহাষ্ট’ ও শ্ৰীমতী মিস আমহাষ্ট ও শ্ৰীশ্ৰীযুত লার্ড বিসোপ সাহেব ও তাহার স্ত্রীপ্রভৃতি এবং শ্ৰীযুত হারিন্তন সাহেব ও অন্য২ অনেক সাহেব লোক এবং ঐযুত মহারাজ শিব মঞ্চ বাহাদুর ও শ্ৰীযুত রাজা বৈদ্যনাথ রায় বাহাদুর ছিলেন। বালিকার উত্তমরূপে পরীক্ষা দিয়াছে তাহার বিশেষ লিখনে অসমর্থ হইলাম যেহেতুক দর্পণে স্থানাভাব । পরীক্ষ হইলে পর শ্ৰীযুত মহারাজ বৈদ্যনাথ রায় বাহাদুর ঐ পাঠশালার ব্যয়ের কারণ বিংশতি সহস্র মুদ্র প্রদান করিলেন তাহাতে সকলে তাহার দাতুত্বের প্রশংসা করিতে লাগিল এবং বিবি সাহেবের পূৰ্ব্বে এ বিষয়ের অনুসন্ধান পাইয়৷ শাল বস্ত্রের উপর রেশম দ্বার। এইরূপ অক্ষর করিয়াছিলেন যে সৰ্ব্বপ্রকার মঙ্গল রাজা বৈদ্যনাথের প্রতি হউক । সেই লিখিত বস্ত্র লইয়া শ্ৰীশ্ৰীযুত লার্ড বিসোপ সাহেব স্বয়ং উঠা মহারাজকে দিয়া সম্বন করিলেন অপর সকলে স্ব২ স্থানে প্রস্থান করিলেন । ( ৭ জানুয়ারি ১৮২৬ । ২৫ পৌষ ১২৩২ ) শ্ৰীযুত রাজা বৈদ্যনাথ রায় ॥—গত সপ্তাহে আমরা প্রকাশ করিয়াছি যে শ্রীধুত রাজ। বৈদ্যনাথ রায় বাহাদুর বালিকারদের বিদ্যাভ্যাসার্থে বিংশতি সহস্র মুদ্র প্রদান করিয়াছেন এতদ্বিষয়ে তাবৎ ইংরাজী সমাচার পত্রে তাহার যেরূপ মহিমা প্রকাশ হইয়াছে তাহ পাঠ করিয়া কাহার আহলাদ না জন্মে। ইণ্ডিয়া গেজেটনামক ইংরাজী সমাচারপত্রেতে লিখিয়াছেন যে বাইর নাচ কিম্ব রোশনাই করিয়! অনেক টাকা ব্যয় করিলে তাহার স্মরণ শীঘ্র লোপ হয় এবং তাহাতে লোকোপকারও নাই কিন্তু এইরূপ দানেতে প্রকৃত ফল দেখা যায় যেহেতুক যাহারা এভদ্রপে আপনারদের অর্থ ব্যয় করেন তাহারদের নাম ও প্রশংসা কালেতে লুপ্ত না হইয়া বরং বৃদ্ধি হয়। ঐ গেজেটে আরো লিখিয়াছেন যে রাজা বৈদ্যনাথের এই দান আদর্শ স্বরূপ হইবেক যেহেতুক এই দৃষ্টান্তে কলিকাতাস্থ অন্য২ ভাগ্যবান মহাশয়েরা ঐক্কপ কৰ্ম্মের কারণ অবশ্য অর্থদান করিতে ইচ্ছুক হইবেন । ( ২০ মে ১৮২৬। ৮ জ্যৈষ্ঠ ১২৩৩ ) ফিমেল স্কুল —কলিকাতার নেটব ফিমেল স্কুলের নিমিত্ত যে অট্টালিক নিৰ্ম্মিত হইবেক তাহার প্রস্তর সংস্থাপনার্থ গত বৃহস্পতিবার প্রাতঃকালে সাড়ে পাচ ঘণ্টণর সময় শ্ৰীশ্ৰীমতী লেতী আমহষ্ট স্বয়ং সেখানে গিয় অতিসমারোহ পূর্বক প্রস্তর স্থাপন করিয়াছেন ।