পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ ఫిషి দেশীয় পুস্তক রাখিবার কারণ এক মহাপুস্তকালয় হুইবেক ইত্যাদি রূপ কালেজ ঘর করণের সামগ্ৰী সমবধান হইতেছে শীঘ্র আরম্ভ হইবে । سي ( ১৩ এপ্রিল ১৮২২ । ২ বৈশাখ ১২২৯ ) কলেজের পরীক্ষা ॥— ১ এপ্রিল মোকাম শ্রীরামপুরের কালেজের পরীক্ষা হইয়াছে তাহাতে সাহেব লোক ও বাবা লোক ও বিবি লোক পরীক্ষ নিরীক্ষণার্থ আসিয়াছিলেন । কালেজের প্রধান অধ্যক্ষ শ্ৰীযুত পাদরি উল্যম কেরি সাহেব পরীক্ষা লইলেন প্রথমতো ব্যাকরণের পরীক্ষণ হইল তাহাতে শ্ৰীকমলাকান্ত ও শ্রীতারণ চন্দ্রকে ব্যাকরণের পদ পদার্থে যে জিজ্ঞাসা করিলেন ও অভিধানের দুই এক প্রশ্ন করিলেন তাহারা তাহার সদুত্তর করিল ইহাতে সাহেব লোকের তুষ্ট হইলেন এবং অন্য২ বালকের ব্যাকরণের অৰ্দ্ধেক ও ত্রাংশ ও চতুর্থাংশ আবৃত্তি করিল। পরে জ্যোতিধের পরীক্ষণ হইল তাহাতে প্রথমতঃ শ্ৰীভবানন্দ ও শ্ৰীশ্ৰীনাথ ও শ্ৰীকাশীনাথ প্রভৃতি লীলাবতীর ছাত্রেরদিগের প্রতি বর্গ ও বর্গমূল ও ঘন ও ঘনমূল প্রভৃতি জিজ্ঞাসা করিলে ছাত্রেরা সে সকল অঙ্ক করিল এবং দীপিক ও জ্যোতিস্তত্বের বাক্যার্থে শ্রীহরচন্দ্র ও শ্রীপ্রাণকৃষ্ণকে ধেমত২ জিজ্ঞাসা করিলেন তাহারাও স্বন্দর মত ব্যাখ্যা করিল ইহাতে সাহেব লোকের তুষ্ট হইলেন। এই পরীক্ষ আট ঘণ্টা বেলার সময়ে আরম্ভ হইয়া দুই প্রহর সময়ে সমাপ্ত হইল এই কলেজে কোন বালক ৩ বৎসর কেহ ২ বৎসর কেহ দেড় বৎসর কেহবা ১ বৎসর পাঠারম্ভ করিয়াছে । এবং জ্যোতিঃ শাস্ত্রের ছাত্রেরদিগকে খগোলীয় বৃত্তান্ত সুস্পষ্ট রূপে দেখাইবার কারণ এই কলেজে উচ্চ এক স্থান নিৰ্ম্মাণ হইবে । এই কৰ্ম্মের নিমিত্তে জ্যোতিঃশাস্ত্রের পারদর্শী শ্ৰীযুত জন মেক সাহেব নানাবিধ যন্ত্ৰ সমেত ইংল্পগুহইতে আসিয়াছেন। ( ১৩ জুলাই ১৮২২ । ৩০ আষাঢ় ১২২৯ ) শ্রীরামপুরের কালেজ অর্থাৎ বিদ্যালয় ॥-এই বিদ্যালয়ের অধ্যক্ষ সাহেব লোকেরা বাসনা করিয়াছেন যে এতদ্দেশীয় ভাগ্যবান হিন্দু কিম্বা মুসলমানের সন্তানেরদিগকে ইংরাজী বিদ্যা শিক্ষা করান। যে সকল ভাগ্যবান লোকের সন্তানেরা ইংরাজী শিক্ষার্থে আসিবেন তাহারা অত্যন্ত্র ব্যয়েতে বিদ্যা পাইবেন । ঐ বিদ্যাথিরা অন্যত্র বাসা করিয়া থাকিবেন কিন্তু কলেজের রীতানুসারে তাহারদিগকে চলিতে হইবে অর্থাৎ সময়ানুসারে গমনাগমন ইত্যাদি করিতে হইবে। এই বিদ্যালয়ে যে২ ইউরোপীয় বিদ্যা প্রচার অাছে তাহার মধ্যে যিনি ষাহ শিক্ষা করিতে বাসনা করেন তিনি এই কলেজের শিক্ষাদাতা শ্ৰীযুত রিবরেণ্ড জন ম্যাক সাহেবের স্বার শিক্ষা পাইবেন । এই কলেজে ইউরোপীয় বিদ্যা শিক্ষা করিলে যত লাভ হয় তত লাভ ভারতবর্ষের অন্য কোন স্থানে হয় না যেহেতুক এই কলেজে কেবল সাধারণ ইংরাজী বিদ্যা শিক্ষা যে পাইবেন এমত নয় কিন্তু বৃহৎ২ যন্ত্র দর্শনে ভূগোলবিদ্যা ও খগোল বিদ্যা ও রসায়ন