পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ • * > --১৪৫ অপর সিক্সিপিয়রনামক ইংমণ্ডীয় এক জন কবিকৃত কাব্যের কএক প্রকরণ ੋਂ যুবাচ্ছাত্রেরা উৎকৃষ্টোচ্চারণ পূর্বক মুখস্থ আবৃত্তি করিল। কিন্তু বোধ হইল যে হরিহর মুখোপাধ্যায়নামক এক বালকের আবৃত্তিতে সকলে বিশেষরূপে অত্যন্ত সন্তুষ্ট হইলেন । অনস্তর দুই প্রহর এক ঘণ্টার সময়ে সকলি সানন্দচিত্ত হইয়া সভাভঙ্গ করিলেন। স্কুল ফর নেটিব ডক্টস" ( ৬ জুলাই ১৮২২ । ২৩ আষাঢ় ১২২৯ ) চিকিৎসা —শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের পলটনের মধ্যে সৰ্ব্বদা এক২ জন বাঙ্গালি জ্ঞানবান চিকিৎসক থাকিবার আবশ্বকতা আছে কিন্তু তেমন চিকিৎসকের অভাবপ্রযুক্ত শ্ৰীশ্ৰীযুত বড় সাহেব আজ্ঞা করিয়াছেন যে শহর কলিকাতায় এক পাঠশালা স্থাপিত হয় এবং ঐ পাঠশালাতে এক জন বিজ্ঞ ইংগ্রওঁীয় চিকিৎসকের অধীন বিশ জন হিন্দু কিম্বা মুসলমান বিদ্যার্থী থাকিবে । যাহার এই পাঠশালায় নিযুক্ত হইবেক তাহারা পারসিয়ান কিম্ব নাগরি অক্ষর ও হিন্দুস্থানীয় ভাষা ভালমত জানিবে এবং ছব্বিশ বৎসর বয়সের অধিক আটার বৎসর বয়েসের কম নিযুক্ত হইতে পারিবে না । ইহার ঐ সাহেবের অধীন থাকিয়া চিকিৎসাশাস্ত্র শিক্ষা করিবে। ইহার যখন পাঠশালায় নিযুক্ত হইবে সেই অবধি করিয়া পোনের বৎসরপর্য্যস্ত তাহারা শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের কৰ্ম্মে নিযুক্ত হইবে কিন্তু ঐ কালের মধ্যে এই কৰ্ম্ম স্বেচ্ছাপূৰ্ব্বক ত্যাগ করিতে পারিবে না । পোনর বৎসরের পরে যদি যুদ্ধাদি উপস্থিত না থাকে তবে বাসনামত কৰ্ম্ম ত্যাগ করিলে করিতে পারিবে । বিদ্যার্থীরা এক্ষণে আট টাকা করিয়া মাস২ খোরাকী পাইবে কিন্তু কৰ্ম্মোপযুক্ত হইলে কোন জিলাতে কিম্বা পল্টনেতে কৰ্ম্ম পাইবে তখন ইহারদের মাহিয়ানা স্থির থাকিবার সময় কুড়ি টাকা ও পলটন কুচের সময় পচিশ টাকা হইবে। যদি তাহারদের ব্যবহার ভাল হয় তবে সাত বৎসর অস্তরে পাচ২ টাকা করিয়া মাহিয়ান অধিক পাইবে । এই কারণ শ্ৰীযুত ডাক্তর জিমিসন সাহেব আট শত টাকা মাহিয়ানাতে নিযুক্ত হইলেন এবং ষাটি টাকা দরমাহাতে এক জন মুন্সী নিযুক্ত হইবে ও এক জন কেরাণী ত্রিশ টাকা মাহিয়ানাতে নিযুক্ত হইবে ও পাচ টাকা মাহিয়ানাতে এক জন পেয়াদ নিযুক্ত হইবে । এতদ্ভিন্ন ষে খরচখরচ লাগিবে তাহা কোম্পানি বাহাদুর বিবেচনাপূৰ্ব্বক দিবেন। এই সকল বিদ্যার্থীরা শ্ৰীযুত ডাক্তর জিমিসন সাহেবের অধীন থাকিবে বটে কিন্তু ইহার কোম্পানির চিকিৎসালয়ে ও রাজ চিকিৎসালয়ে ও দরিদ্রেরদের কারণ চান্দনিচকের চিকিৎসালয়ে ও শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের ডাক্তরখানায় কৰ্ম্ম শিক্ষা করিবেক । ইহার রোগের চিকিৎসা ও অস্ত্রচিকিৎস ও ঔষধ