পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ (N9 প্রাচীন স্থতি সকল স্মরণেই ছিল এক্ষণে ইনি নবদ্বীপ সমাজে প্রধানত্বরূপে বিখ্যাত হইয়াছিলেন এ মহাশয় শাস্ত্রাশয় ব্যাখ্যায় প্রাচীন ছিলেন কিন্তু বয়ঃক্রমে নহেন বয়ঃক্রম অকুমান বনপ্রস্থানের পূর্বেই ছিল পরলোক যাওনে জানত ব্যক্তিরা খেদিত হইয়া প্রার্থনা করিতেছেন যে এ ব্যক্তির নিমিত্ত বিধাতা যদি আমারদিগের পঞ্চত প্রাথিত হইতেন তদানে আমরা স্বীকৃত ছিলাম অন্মদাদিরও অতিশয় খেদ হইয়াছে যেহেতুক ধাৰ্ম্মিক ধৰ্ম্মোপদেশকের অত্যন্ত অল্পতা দৃষ্ট হইতেছে ইনি সামান্ত ধাৰ্ম্মিক ধর্শ্বোপদেশক অধ্যাপক ছিলেন না এক্ষণে ইহার ব্যবস্থায় সন্দেহ ख्याम श्रेछ । ( ১০ জানুয়ারি ১৮২৯। ২৮ পৌষ ১২৩৫ ) পণ্ডিতের মৃত্যু —রামতনু বিদ্যাবাগীশনামক সদর দেওয়ানী আদালতের পণ্ডিত গত ২১ পৌষ শনিবার রাত্রিতে আমাশয়াদি রোগোপলক্ষে স্বরধনী তীরনীরে তস্থত্যাগ করিয়াছেন ইহার বয়ক্রম ৭৫ পচাত্তর বৎসরের নূ্যন নহে বরং অধিক হইবেক এ মহাশয়ের সৌজন্য স্ববিদ্যা ব্রাহ্মণ্য পাণ্ডিত্য কৰ্ম্ম নৈপুণ্যে বাধিত হইয়া আমরা দুঃখিত হইতেছি মনে করি যে আরো অনেকে দুঃখিত হইবেন যেহেতুক ইহার পরোপকারিত শক্তি ও দয়ার্ডচিত্তত ছিল। ( ২১ মার্চ ১৮২৯ । ন চৈত্র ১২৩৫ ) পণ্ডিতের স্বখ্যাতি পত্র প্রাপ্তি —আমরা শ্রত হইলাম যে সদরদেওয়ানী আদালতের পণ্ডিত v রামতনু বিদ্যাবাগীশ ভট্টাচার্য্যের লোকগম্ভর গমন হইয়া তৎপদপ্রাপ্ত প্রত্যাশায় অনেক পণ্ডিত অর্থাৎ প্রায় ২৫ জন দরখাস্ত করিয়াছিলেন তাহাতে ঐ তাবতের প্রতি পরীক্ষা দিতে অল্পমতি হইয়াছিল তদনুসারে কালেজকমিটির সাহেবেরা গত ১৬ মাঘ বৃহস্পতিবারে পরীক্ষাহেতু পণ্ডিতেরদিগের প্রতি ৭ প্রশ্ন করিয়াছিলেন সকলেই তাহার উত্তর লিথিয়াছেন তন্মধ্যে শ্ৰীযুত রামতনু সরস্বতী ভট্টাচাৰ্য্য ও শ্ৰীযুত জগমোহন ভট্টাচার্ষ্য এবং শ্ৰীযুত শ্রীরাম ভট্টাচাৰ্য্য যে উত্তর লিখিয়াছিলেন তাহাই সদুত্তর হওয়াতে ঐ তিন জন পণ্ডিত কালেজকমিটির সাহেবেরদিগের কতৃক গত ২৯ ফালগুণ বুধবার সর্টিফিকট অর্থাৎ স্থখ্যাতিপত্রপ্রাপ্ত হইয়াছেন এক্ষণে ঐ পদ কাহার হয় তাহা বলা যায় না কিন্তু সরস্বতী ভট্টাচাৰ্য্য কতৃক অনেক পণ্ডিত প্রশ্নের উত্তর বিশেষরূপে জ্ঞাত হইয়াছেন তন্দ্বারা তাহারা অকুমান করেন যে ঐ কৰ্ম্ম তাহার হওনের সম্ভাবনা এবং তাহার সহিত আলাপ করিয়া জ্ঞাত হইয়াছেন ধে মন্ত্র মিতাক্ষরাদি গ্রন্থ তাহার তাবৎ কণ্ঠস্থ সম্প্রতি এমত অত্যয় সম্ভবে । ( বাঙ্গলা সমাচারপত্রহইতে নীত । ) ( ৯ মে ১৮২৯ । ২৮ বৈশাখ ১২৩৬ ) পণ্ডিত –সদর দেওয়ানী আদালতের পণ্ডিত রামতন্থ বিদ্যাবাগীশ ভট্টাচার্ধ্যের মৃত্যু হইলে তৎপদাভিষিক্ত হইবার প্রার্থনায় অনেক বুধগণ মহাশয়ের আকাঙ্ক্ষিত ছিলেন তাহ