পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মgবাদ সত্রে সেনকালের কথা جح سيا ব্যবস্থা অনায়াসে জানিতে পারিবেন। যদি গ্রন্থ গ্রাহ হয় তবে ইহার নাম তিথিকৰ্ম্মপ্রকাশ দেওয়া যাইবেক । এই গ্রন্থ অনুমান ১৫০ দেড় শত পৃষ্ঠা হইবেক ছাপার ব্যয়ের কারণ প্রত্যেক পুস্তকের মূল্য ও তিন টাকা নিরূপিত করা গিয়াছে অতএব যাহার যত গ্রন্থের প্রয়োজন হয় তিনি শ্রীরামপুরের ছাপাখানায় নীচে স্বাক্ষরকারির নিকট আপন নাম ও নিবাসসমেত সমাচার পাঠাইবেন পরে গ্রন্থ প্রস্তুত হইলে তাহার নিকট প্রেরণ করা যাইবেক । ঐতারিণীচরণ শৰ্ম্মণ: | ( ১৪ জানুয়ারি ১৮২৬ । ২ মাঘ ১২৩২ ) ইংরাজী ১৮২৫ শালে শহর কলিকাতার ও শ্রীরামপুরের নানা ছাপাখানাতে যে২ গ্রন্থ ছাপা হইয়াছে কিম্বা ছাপা আরম্ভ হইয়াছে তাহার জায় । z মোং কলুটোল চন্দ্রিক। আপীসে শ্রীশিবচন্দ্র চট্টোপাধ্যায়কতৃক রচিত ব্রহ্মবৈবৰ্ত্ত পুরাণের ব্রহ্মখণ্ডের তাৎপৰ্য্য সূচক পুরাণবোধদীপননামক ভাষা গ্রন্থ ছাপা হয়। এবং শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়রচিত নায়ক নায়িকাবিষয়ক দূতী বিলাসনামক গ্রন্থ ছাপা হয় । * এবং মাধবশৰ্ম্মকর্তৃক রচিত শ্ৰীভাগবতের দশমস্কন্দের ভাষা বিবরণ ভাগবতসার নামে গ্রন্থ ছাপা হয় । এবং বেতালকতৃক উক্ত পঞ্চবিংশতি ইতিহাসাত্মক বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থ দ্বিতীয়বার ছাপা হয়। হরগোবিন্দ দত্তকৃত সাত্বত সভাপ্রবেশ প্রবন্ধ নামে ক্ষুদ্র গ্রন্থ ছাপা হইয়াছে । মোং আড়পুলি। শ্ৰীহরচন্দ্র রায়ের প্রেসে । বিদ্যাবর্ণনার্থ সুন্দর নিৰ্ম্মিত চৌরপঞ্চাশিক নামে পঞ্চাশ শ্লোকাজুক গ্রন্থের ভাষায় অর্থ শ্ৰীকাশীনাথ সাৰ্ব্বভৌমকৃত সংস্কৃত সমেত শ্ৰীনন্দকুমার দত্ত ছাপ৷ করিয়াছেন। এবং চাণক্যকৃত হিতোপদেশস্থচক ১০৮ শ্লোক শ্রীরামেশ্বর বন্দ্যোপাধ্যায় তাহা ভাষা করিয়া সংস্কৃত সমেত ছাপাইয়াছেন । এবং শৃঙ্গারতিলক নামে প্রাচীন সংস্কৃত গ্রন্থ ভাষা করিয়া ঐ রামেশ্বর বন্দ্যোপাধ্যায় ছাপান । এবং মোহমুদগরনামে প্রাচীন সংস্কৃত গ্রন্থ ভাষা করিয়া ঐ ব্যক্তি ছাপান । এবং ভাষা সমেত দায়ভাগ ঐ ব্যক্তি ছাপান । মোং বহুবাজার লেবেণ্ডর সাহেবের প্রেসে । ব্যস্কটাধ্বরি নামধেয় মহাকবি প্রণীত বিশ্বরূপাদর্শনামক উত্তম গ্রন্থ তাহাতে নানা দেশের