পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ఫ్ఫె(^ কলিকাতাহইতে ইংগ্রও দেশে জিনিস রপ্তানি সন ১৮২১ শালের ইং জামুআরি লাং দিসেম্বর। হিঙ্গু সোহাগা — ভেরেও তৈল লবঙ্গ নারিকেল তৈল কুস্থম পুষ্প — শাল গুয়ামউরি – "Α--------- >Wつ*


ఇఛ్ 6 3

messasso ఫి : : ৬ মোন মোন

( ২ এপ্রিল ১৮২৫ । ২১ চৈত্র ১২৩১ ) এতদ্দেশীয় বাণিজ্য –১৮২২২৩ শালে এতদ্দেশে নানা স্থানহইতে চারি কোটি আশী লক্ষ টাকার দ্রব্য আমদানি হয় ও এ দেশহইতে এগার কোটি চল্লিশ লক্ষ টাকার দ্রব্য রপ্তানি হয় । ১৮২৩।২৪ শালে চারি কোটি তিরানব্বই লক্ষ টাকার ফ্রব্য আমদানি হয় ও দশ কোটি একুশ লক্ষ টাকার দ্রব্য রপ্তানি হয়। ইহাতে দেখা যায় ষে এতদ্দেশে কিরূপ ধনবৃদ্ধি হইতেছে যদি বাণিজ্য দ্রব্যের বিনিময় করা যায় তথাপি এমন বৎসর নাই যাহাতে ছয় কোটি টাকার মূনি এ দেশে না থাকে ।